আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:১০
কামরুল হাসান বাবলু : ঢাকার সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মতিঝিল এলাকা থেকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (৬ এপ্রিল) সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে ডাকা লিফলেট বিতরণ কর্মসূচি থেকে তাকে আটক করা হয়।
এই সময় পুলিশের কাছে ওয়ারেন্ট চাইলে পুলিশ তা দেখতে পারে নাই । এই নিয়ে ইশরাকের সাথে ব্যাপক বাকবিতন্ডা হয় দায়িত্বরত পুলিশের ।পুলিশ এক পর্যায়ে ইশরাকের সাথে থাকা নেতা কর্মীদের উপর ব্যাপক লাঠিচার্জ করে ইসরাককে হাতে হেন্ডকাপ লাগায়ে দ্রুত গাড়িতে উঠায়ে নিয়ে যায়।
অন্যদিকে বেলা দুইটার দিকে ইসরাককে কোর্টে প্রেরণ করে । বিজ্ঞ আদালত ইসরাককে জামিন না দিয়ে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়।
কোর্ট থেকে ইসরাককে নিয়ে পুলিশের ভ্যান যখন কারাগারের উদ্দেশ্যে যাত্রা করে তখনি বিএনপির নেতা কর্মীরা ভ্যানটিকে আটকিয়ে দেয়।তখন আবারও পুলিশের সাথে নেতা কর্মীদের সংঘর্ষ বাঁধে। পুলিশ এই সময় কয়েক রাউন্ড গুলি ও টিয়ারগ্যাস ছোড়ে । সংঘর্ষ চলা কালে ব্যাপক আতঙ্ক দেখা দেয় জনসন রোড এলাকায় ।
অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ ও তাৎক্ষণিক কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ইশরাকের মুক্তি দাবি করে বলেছেন আগামীতে আন্দোলনের লাগাম টানতেই হটাৎ করে মিথ্যা বানোয়াট মামলায় তাকে গ্রেফতার করেছে । এই সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল ঢাকা মহানগর বিএনপির দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম ,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, লিফলেট বিতরণকালে মতিঝিল এলাকা থেকে ইশরাক হোসেনকে নিয়ে গেছে পুলিশ। ইশরাকের গ্রেফতরের খবরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করেছেন ।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |