আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৪০
কামরুল হাসান বাবলু : লন্ডন থেকে ইন্টারনেটের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে উত্তর বিএনপি আয়োজিত স্মরণকালের ইফতার মাহফিলে আগত সর্বস্তরের নেতাকর্মীদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, সারা দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে ।সকলকে ঐকবদ্ধ থেকে আগামীদিনের জন্য প্রস্তুত থাকার কথা বলেন ।এই ভাবে একটা দেশ চলতে পারেনা ।এই দেশ স্বাধীন করেছে শহীদ জিয়াউর রহমান ।আজকে সময় এসেছে এই নিসি রাতের সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে আজ ১০ এফ্রিল রবিবার ৮ রমজান ইফতারের ও দোয়া অনুষ্ঠিত হয় রাজধানীর সাতারকুল ১০০ফিট ,মাদানী এভিনিউ ,গ্রীনভিল আউটডোরস’এ ।
কয়েক হাজার নেতা কর্মী এই ইফতার অনুষ্ঠানে যোগদান করেন । জোহর নামাজের পর থেকেই নেতা কর্মীরা অনুষ্ঠানে আসতে থাকেন ।
তারেক রহমান আরো বলেছেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আগামীতে একটি নিরেপক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবো ।আজ যারা এই সরকারের বিরুদ্ধে আমাদের সাথে এক কাতারে থেকে আন্দোলন করছে কিংবা করবে তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার ঘটনা করবো যদি আমরা ক্ষমতায় আসি ।নতুন করে আবারো নেতা কর্মীদের বিরুদ্ধে এই সরকারের মামলা.হামলা ,হয়রানির মাত্রা শুরু হয়েছে বলেও বলেন তারেক রহমান ।
১৯৯৬ সালের মতো যারা এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য এই সরকারের অধীনে নির্বাচনে যাবে তাদেরকে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত করে হবে বলে সতর্ক করে দেন প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান ।
দ্রব্যমূলের উর্ধগতি নিয়ে কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি তারেক রহমান ।
ইফতার পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুভেচ্ছা বক্তব্যে বলেছেন ,আপনারা জানেন যে, গণতান্ত্রিক সংগ্রামে এখন পর্যন্ত আমাদের ৬শর অধিক নেতা-কর্মী গুম হয়েছে, সহস্রাধিক নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে, ৩৫ লক্ষ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে তাঁকে আজকে অন্যায়ভাবে গৃহে বন্দি করে রাখা হয়েছে অসুস্থ অবস্থায়। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে মিথ্যা মামলায় নির্যাতন ও সাজা দিয়ে নির্বাসিত অবস্থায় রাখা হয়েছে।
আমাদের সকলের দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস বন্ধ .. এই রকম একটা অবস্থা। মানুষ এখন অস্থির হয়ে গেছে। এই ভয়াবহ দানবীয় সরকারের পতন তারা দেখতে চায়। তারা দেখতে চায় এখানে সত্যিকার অর্থেই জনগণের একটা সরকার প্রতিষ্ঠিত হোক। এই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বিএনপি মহাসচিব।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মাদ নাসির, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, তাহসিনা রুশদীর লুনা, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ২০ দলীয় জোটের ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডা. মোস্তাফিজুর রহমান ইরান, সৈয়দ এহসানুল হুদা, আজহারুল ইসলাম, শাহাদাত হোসেন সেলিম, সাইফুদ্দিন মনি, সৈয়দ মাহবুব হোসেনসহ মহানগর উত্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সংক্ষিপ্ত আলোচনা সভায় গুম হওয়া নেতা-কর্মীদের পরিবারের সদস্যরাও তাদের স্বজন ফিরে পাওয়ার আকুতির কথা প্রকাশ করেন।
ইফতারের পর গুম হওয়া নেতা-কর্মীদের পরিবারের সদস্যদের তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার দেয়া হয়।
Dhaka, Bangladesh সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:11 PM |
Magrib | 5:32 PM |
Isha | 6:51 PM |