আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৩৪
এম, এ কাশেম চট্টগ্রাম : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকদের অস্থায়ী কার্যালয়ে ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) নেতাদের নের্তৃত্বে হামলা এবং ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ইচিপ চিকিৎসকদের দাবি অনুযায়ী, মাসোহারা দিতে রাজি না হওয়ায় এই হামলা করা হয়েছে বলে অভিযোগ করছেন অ্যাম্বুলেন্স চালকরা। তবে, ওই হামলার অভিযোগ স্বীকার করে নিলেও ইচিপের তরফ থেকে বলা হয়েছে, রোগীদের হয়রানির বিরুদ্ধে কার্যক্রমের অংশ হিসেবে তাদের সেখান থেকে তুলে দিতে চেয়েছেন তারা।
বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
এ সময় ইচিপের কয়েকজন মিলে হাসপাতালের বাইরে এ্যাম্বুলেন্স চালকদের সমবায় সমিতির অস্থায়ী কার্যালয়ে অতর্কিত ভাংচুর চালান বলে অভিযোগ ওঠে।
নাম প্রকাশ না করার শর্তে একজন অ্যাম্বুলেন্স চালক ‘বিডি দিনকাল’ কে বলেন, ‘বেশ কিছুদিন ধরেই ইচিপের লোকজন তাদের বিভিন্নভাবে বাধা দিচ্ছিলো। চাঁদাও চেয়েছে, আমরা চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ধ্যায় হঠাৎ এসে আমাদের লাইন চালানোর জন্য যে কাউন্টার সেটা ভেঙে দিয়ে গেছে।’
এই বিষয়ে জানতে চাইলে অ্যাম্বুলেন্স চালক সমিতির সাধারণ সম্পাদক আমান উল্যাহ্ বলেন, ‘হামলার ঘঁনা যে ঘটেছে তাােত মতোভাগ০ই সত্যি। এবং কয়েকজন দুর্বৃত্ত এসে ভাংচুর ও করেছে।’
তবে, কে বা কাার এবং কেনো এই হামলা করেছে সেই বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি আমান।
এই বিষয়ে জানতে চাইলে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি কেএম তানভীর এ প্রতিবেদক কে বলেন, ‘তারা হাসপাতালের ভেতর সিন্ডিকেট করে রোগীদের হয়রানি করছিেেলা। আর এ সব বিষয় নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি আছে। তিনি বলেন, আমরা এসব বিষয়ে পরিচালককে জানিয়েছিলাম। তিনি তাদের কার্যক্রম বন্ধও করে দিয়েছিলেন। পরে তারা আবার পরিচালকের সাথে দেখা করেছেন। পরিচালক তাদের হাসপাতালের বাইরে অফিস করে কাজ করার অনুমতি দিয়েছেন। ৪ জন সার্জনকে দায়িত্বও দিয়েছেন নীতিমালা করে দেয়ার জন্য। কিন্তু, তারা সে নীতিমালা না মেনে মনগড়া কার্যক্রম চালাচ্ছিলোা। এমন কি তারা সেখানে থেকে ও একইভাবে ওইসব করে আসছিলো।’
এ ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ৪ জনের মধ্যে ইচিপের কেউ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি ‘না’ সূচক জবাব দেন।
এটি ইচিপের দায়িত্বের মধ্যে পড়ে কিনা কিংবা পরিচালকের সাথে এই বিষয়ে তারা আলোচনা করেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তানভীর বলেন, ‘আমরা রোগীদের স্বার্থে চমেকে বিভিন্ন অনিয়মের সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করছি।’ তিনি এও বলেন-দেখা যাক্ পরবর্তীতে কি হয়।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |