আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:১৪
এম, এ কাশেম চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের সীতাকুন্ড পৌরসভার মেয়রকে অকথ্য ভাষায় গালিগালাজ করায় ২ নং ওয়ার্ড কাউন্সিলর বদিউল আলম জসীমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি চিঠি ও দেয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র। তবে এর আগে গত মঙ্গলবার (১২ এপ্রিল) এ বিষয়ে পৌরসভার সকল কাউন্সিলরদের নিয়ে মিটিং করেন মেয়র। মিটিংয়ে সবার সম্মতিতে জসীমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
সূত্রে পাওয়া খবরে জানা গেছে, সীতাকুন্ড পৌরসভার একটি হাট-বাজারের দরপত্রের কাগজে মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের স্বাক্ষরের জন্য হাজির হন কাউন্সিলর জসীম। কিন্তু, স্বাক্ষর না দিলে মেয়রের টেবিল চাপড়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন জসিম। এ সময় উপস্থিত অন্য দু’কাউন্সিলর তাকে রুম থেকে বের করে নিয়ে আসেন।
এ বিষয়ে জানতে চাইলে মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘গত ১১ এপ্রিল পৌরসভার একটি হাট-বাজারের দরপত্রের কাগজ নিয়ে আমার অফিসে আসেন কাউন্সিলর বদিউল আলম জসিম। এসে তিনি বলেন, এই কাজে আমি ও সম্পৃক্ত আছি। আপনি কাজটি করে দেন। একথা শুনে আমি তাকে বলি, পৌরসভার কোনো দরপত্রের সাথে মেয়র ও কাউন্সিলর সম্পৃক্ত থাকা সম্পূর্ণ বে-আইনি। তাই আমি এটিতে স্বাক্ষর করতে পারিনা।’
‘একথা শুনেই কাউন্সীলর জসীম ক্ষিপ্ত হয়ে ওঠেন। পৌরসভার প্রকৌশলী সহ বিভিন্ন কর্মকর্তার সামনে আমার অফিসের টেবিল চাপড়ে আমাকে অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করেন তিনি। এক পর্যায়ে পৌরসভার অন্য দু’কাউন্সিলর দিদারুল আলম অ্যাপেলো ও ফজলে এলাহী পায়েল সেখানে উপস্থিত হয়ে জসীমকে টেনে কক্ষ থেকে বাইরে নিয়ে যান। যেতে যেতে আমার মা-বাবা সহ আমাকে গালাগাল করতে থাকেন জসিম।’
এর আগে ও জসিম পৌরসভায় এই ধরনের আচরণ করেছেন বলে ও জানান্ মেয়র। এ বিষয়ে গত ১২ এপ্রিল পৌরসভায় সকল কাউন্সিলরকে নিয়ে জরুরী মিটিং করে সবার সম্মতিতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার পরিবর্তে ১ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আনোয়ারা বেগম দায়িত্ব পালন করবেন বলে জানান মেয়র।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর বদিউল আলম জসিম স্থানীয় সাংবাদিকদের কাছে বলেন, ‘মেয়রের সাথে আমার সামান্য কথা কাটাকাটি হয়েছে মাত্র। কিন্তু, এ নিয়ে আমাকে অব্যাহতি দেয়ার বিষয়ে আমি অবগত নই।
এ ছাড়া এ বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর এখতিয়ার মেয়রের নেই বলে ও দাবি করেন কাউন্সিলর জসিম।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |