আজ বৃহস্পতিবার | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৬ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৪৭
বিডি দিনকাল ডেস্ক:- নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদ হার ১১ শতাংশ এবং আমানতের সুদ হার ৭ শতাংশ বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয়া হয়। যা আগামী জুলাই থেকে কার্যকর হবে বলে জানানো হয়
দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছে পাঠানো ঐ প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানায়, কিছু কিছু আর্থিক প্রতিষ্ঠান বিদ্যমান বাজার হারের সঙ্গে সামঞ্জস্য বজায় না রেখে, তুলনামূলক উচ্চ সুদ ও মুনাফার হার আমানত গ্রহণের ফলে অযৌক্তিকভাবে প্রতিষ্ঠানগুলোর তহবিল ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে উচ্চ সুদ বা মুনাফার হারে গ্রাহকের অনুকূলে ঋণ বা লিজ বা বিনিয়োগ সুবিধা প্রদান করতে হচ্ছে। এতে ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের সক্ষমতা হ্রাস পাচ্ছে। এ ছাড়া খেলাপি ঋণের পরিমাণ ও হার বৃদ্ধি পাচ্ছে। ফলশ্রুতিতে উৎপাদনসহ সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। এমন অবস্থায়, আমানত সংগ্রহের ক্ষেত্রে সর্বোচ্চ সুদ বা মুনাফার হার ৭ শতাংশ এবং ঋণ বা বিনিয়োগের সুদ বা মুনাফার কার্যকরী হার ১১ শতাংশ নির্ধারণ করা হলো।
এর আগে ব্যাংকগুলোর জন্য এ ধরনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ওই নির্দেশনায় বলা হয়েছিল ব্যাংকগুলো সর্বোচ্চ ৬ শতাংশ সুদে আমানত সংগ্রহ এবং ৯ শতাংশ সুদে ঋণ বিতরণ করতে পারবে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:13 PM |
Magrib | 5:34 PM |
Isha | 6:53 PM |