আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৪৪
বিডি দিনকাল ডেস্ক:- আজ ১৯ এপ্রিল ২০২২ ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক।
উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোঃ আক্তার হোসেন, মোস্তফা জামান, সদস্য গোলাম কিবরিয়া মাখন, সরদার আলাউদ্দিন টিপু, তহিরুল ইসলাম তুহিন, মোঃ আফাজ উদ্দিন, আমজাদ হোসেন মোল্লা, মাহাবুব আলম মন্টু এবং বনানী থানা বিএনপি’র সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রচুর নেতাকর্মী।
প্রধান অতিথি জনাব আমিনুল হক ইফতারপূর্ব আলোচনায় বলেন, অনির্বাচিত ফ্যাসিষ্ট একদলীয় আওয়ামী লীগ সরকার মানুষের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার অন্ন-বস্ত্রের কোন ব্যবস্থাই তারা জনগণের জন্য করতে পারেনি। দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে দেশের জনগণ আজ দিশেহারা, প্রতিদিনই বাড়ছে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। সরকারের দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থপনাই দ্রব্যমূল্যের উর্দ্ধগতির অন্যতম কারণ। আজ যে সংকট ও দুঃশাসন চলছে তা শুধু বিএনপি’র একার সমস্যা নয়, এটি গোটা দেশ ও জাতির সমস্যা। আর এসব সমস্যা থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই সরকার নানামূখী ষড়যন্ত্র ও অপকৌশলের আশ্রয় নিচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা ও আওয়ামী সরকারকে রাষ্ট্রক্ষমতা থেকে সরাতে সকলের ঐক্যবদ্ধ আন্দোলন এখন অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। বর্তমান আওয়ামী সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।
Dhaka, Bangladesh সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:11 PM |
Magrib | 5:32 PM |
Isha | 6:51 PM |