আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:০৫
বিডি দিনকাল ডেস্ক:- মঙ্গলবার ১৯ এপ্রিল ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ঢাকার ধামরাই উপজেলায় “নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদেও পুনরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি ‘জনাবা ফারজানা আক্তার’।
তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ আরিফুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব এস.এম.হাসান সহ গুরুত্বপুর্ন ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষে অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা রিইন্ট্রিগ্রেশন সার্ভিস সেন্টার ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন। মুলপ্রবন্ধ উপস্থাপনা করেন সেক্টর স্পেশালিস্ট ইকনোমিক রিইন্টিগ্রেশন নুর-ই-সাফা আঁখি এরপর উপস্থিত সকলে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের সেবা সম্পর্কে আলোচনা করেন। ধামরাই কুশুরা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান তৃণমুল পর্যায় থেকে সচেতনতা বৃদ্ধির জোর দাবী জানান। মহিলা বিষয়ক কর্মকর্তা তার দপ্তরের বেশকিছু ফ্রি ট্রেনিং যা বিদেশ ফেরত নারী অভিবাসীদের প্রদান করা হয় এ বিষয়ে সভায় ঘোষনা দেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব এস.এম.হাসান সরকারি অফিস গুলোর সম্পৃক্তা বৃদ্ধি এবং ধামরাই উপজেলার সব গুলো ইউনিয়নকে সেবার আওতায় নিয়ে আসার কথা বলেন। অনুষ্ঠানের প্রশ্নউত্তর পর্বে উপস্থিতিদের মাইগ্রেশন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন রিইন্ট্রিগ্রেশন সার্ভিস সেন্টার ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন এবং ঢাকা রিইন্ট্রিগ্রেশন সার্ভিস সেন্টার কোঅর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম।
প্রধান অতিথি সহকারি কমিশনার ভূমি ‘জনাবা ফারজানা আক্তার’ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কার্যকর্মের ভূয়সী প্রশংসা করেন, তিনি ব্র্যাক সহ অন্যান্য এনজিও ও সরকারী প্রতিষ্ঠান কে বিদেশ ফেরত অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান করেন। বিশেষ করে বিদেশ যাওয়ার পুর্বে অবশ্যই চাহিদা পূর্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়ার আহবান করেন। তিনি আরো জানান যে দালালের মাধ্যমে বিদেশ না গিয়ে বৈধ রিক্রইটিং এজেন্সির মাধ্যমে জেনেশুনে বিদেশ যাওয়ার ও দেশে তাদের কর্মসংস্থানের বিষয়ে আরো বেশি প্রচেষ্টা অব্যহত রাখা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ব্র্যাক জেলা সমন্বয়কারী ও আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ বজলুর রসিদ সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |