আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:০৬
‘বিডি দিনকাল’ চট্টগ্রাম অফিস : নিজেকে কখন ও মানবাধিকার কর্মী, কখন ও বা সাংবাদিক, আবার কখনো নিজেকে পরিচয় দেন তান্ত্রিক হিসেবে। আর এ ভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সুযোগ বুঝে হাতিয়ে নেন নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মূল্যবান জিনিস। এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫ লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নেন চট্টগ্রাম মহানগরীর হালিশহরের সেই প্রতারক ইব্রাহীম হোসেন। কিন্তু, শেষ পর্যন্ত রেহাই পেলেন না র্যাবের হাত থেকে।
গতকাল হালিশহর থেকে কথিত ওই বোতল বন্দি জ্বিন সহ ইব্রাহীম নামক ভন্ড তান্ত্রিক কে আটক করে র্যাব। ইব্রাহীম হালিশহরের বৌ-বাজার এলাকার মৃত মৌলভী এরশাদ হোসেনের পুত্র বলে র্যাব সূত্র নিশ্চিত করেছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার সাংবাদিকদের জানান্, ‘ফরহাদুল ইসলাম নামের এক মানসিক বিকারগ্রস্থ লোক কে কবিরাজি চিকিৎসার মাধ্যমে সুস্থ করে দেবেন বলে আশ্বাস দেন ইব্রাহীম। পরে ভিকটিমকে বাসায় আসতে বলেন ইব্রাহীম। তাকে কিছু তাবিজ ও পানি পড়া দেয়া হয়। এ ছাড়া ভাগ্যে বহু মূল্যবান গুপ্তধন আছে বলে জানায় ভিকটিমকে। কবিরাজ ইব্রাহীম তা উদ্ধার করে দিতে পারবেন বলে ও জানান। আর সে জন্য কিছু টাকা ও খরচ করতে হবে কলেন।’
র্যাব কর্মকর্তা নুরুল আবছার আরো বলেন, গুপ্তধন উদ্ধারের জন্য কিছু সরঞ্জাম কেনার কথা বলে ফরহাদুল ইসলাম ও তার পরিবার এর কাছ থেকে কথিত কবিরাজ ইব্রাহীম বিভিন্ন সময় মিলিযে মোট ৫ লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নেন। কিন্তু কোনো কিছু-ই সে করতে না পারায় তাদের কাছে তাকে সেন্দহাতিত মনে হয়। আর এতে করে তারা তার কাছে টাকা গুলো ফেরত চাইতে গেলে ওই কথিত কবিরাজ তাদের বেঁধে রাখার জন্য লোকজন ডাকে এবং টাকা চাইলে আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে ধ্বংস করে দেয়ার ও হুমকি দেয়। এ রকম অভিযোগ পাওয়ার পর পর-ইর্যাব াব্রিাহীত মে তার আস্তানা/বাসা থেকে আটক করে।’
র্যাব কর্মকর্তা নুরুল আবছার আর ও বলেন, ‘ইব্রাহীম একজন ভুয়া কবিরাজ এবং প্রতারণার মাধ্যমে তাবিজ, পানি পড়া দিয়ে বিভিন্ন কৌশলে অসহায় নারীদের নিয়ে এসে অবৈধ শারীরিক সম্পর্ক তৈরি করেন। প্রাথমিক জিজ্ঞাসা বাদে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার ও করেন ইব্রাহীম।
প্রতারক ইব্রাহীমকে চট্টগ্রাম শহরের হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে বলে ও জানান তিনি।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |