আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৫০
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:-ঈদের আর কয়েকদিন বাঁকী, শেষ মুহুর্তে জমে উঠেছে জয়পুরহাটের ঈদ মার্কেট । বিভিন্ন মার্কেটে এখন ক্রেতাদের ভীড় বেড়েই চলেছে । সবাই ব্যস্ত প্রিয়জনদের জন্য বিভিন্ন ধরনের সামগ্রী কিনতে । অন্য বছরের তুলনায় এবার দাম একটু বেশী হলেও প্রিয়জনের মুখে হাঁসি ফোটানোর জন্য সবাই ছুটছে মার্কেটগুলোতে ।
জয়পুরহাট শহরের নিউমার্কেট,শংকর বস্ত্রালয়, লেডি বার্ড, শাহজাহান ম্যানসন, পুর্ববাজার কাপড়পট্টি, পৌর বিপণী, মৌসুমী মার্কেটসহ বিভিন্ন বিপনী বিতানগুলোতে এখন ক্রেতাদের ভীড় বাড়তে শুরু করেছে । টেইলার্সগুলোতে এখন অর্ডার নেয়া বন্ধ হয়ে গেছে ।এই সময় থান কাপড়ের বিক্রি তুলনামুলক কম হলেও এখন ভীড় শুরু হয়েছে গার্মেন্টেস এর তৈরী বিভিন্ন ধরনের পোষাক, কসমেটিক্স ও জুতোর দোকানগুলোতে । প্রতিটি গার্মেন্টস দোকানে এখন দম ফেলানোর ফুসরত নেই । বড়দের পাশাপাশি ছোটদের জন্য এখন তৈরী পোষাক কিনছেন মা-বাবা ও আত্মীয়-স্বজনরা ।
শুধু কাপড়ই নয়, কাপড়ের সাথে ম্যাচিং করে জুতা ও প্রসাধনী সামগ্রী কিনতে যেন হুমরী খেয়ে পড়ছে কসমেটিক্স আর জুতার দোকান গুলোতেও।
এবার পুরষের তুলনায় শিশু ও নারীদের কেনাকাটার যেন ধুম পরেছে ঈদকে কেন্দ্র করে। তবে দেশী কাপড়ের চেয়ে ভারতীয় সহ বিদেশী কাপড়ের চাহিদা অনেকটায় বেশী বলে জানালেন স্থানীয় বিক্রেতারা
গার্মেন্টস ও শাড়ীর দোকানে এবার সবচাইতে বেশী বিক্রি হচ্ছে, সিল্ক, বেনারসি, টাঙ্গাইল প্রিট, জামদানি ও কাতান শাড়িসহ থ্রি-পিস, লং-থ্রিপিস, সালোয়ার কামিজ, লেহেঙ্গা, ছিট-কাপড় এবং ছেলেদের পাঞ্জাবী, পাজামা, ফতুয়াসহ কাচা বাদাম, বাজিরাম মাস্তানী, গংগা পান্জাবী,পাখি, জিপসী, আনারকলী সহ বিভিন্ন ভারতীয় নামের পোষাক ও দেশীয় সুতি এম্ব্রয়ডারী কাজ করা পোষাক । দাম তুলনামুলক কিছুটা বেশী হলেও ক্রেতারা আপনজনদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে সাধ্যমত পোষাক কিনছে । বিভিন্ন দামী ব্র্যান্ডের কসমেটিক্স কিনতে ও কালার ম্যাচিং করে জুতা কিনতে তরুন-তরুনীরা এখন ভীড় করছে মার্কেট গুলোতে ।
কাড়ী ১০০০ টাকা খেকে ১৫ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।আর রেমন ও স্টিস প্যানাট পিস ১০০০ টাকা খেকে ২০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পান্জাবী ৭০০ খেকে ৫০০০ জহাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে\ ঈদেও আনন্দ ভাগাভাগির জন্য এবার আতর সুরমার দোকানেও ভীড়। করোনার কারনে গত ২ বছর বিক্রি ছিলইনা বলে জানালেন বাবু গার্মেন্টেসের মালিক ইসমাইর হোসেন। এবার ইনশাআল্লা বেচা বিক্রিভাল বলে জানালেন্ তিনি।
কেনাকাটা যাই হোক না কেন, সকলে মিলে ভাগাভাগি করে কাটাবে ঈদের আনন্দ। এ প্রত্যাশা হোক সকলের
ঈদ’কে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে বিভিন্ন বিপণি-বিতানগুলোতে জমে উঠেছে ঈদবাজার। ফুটপাত থেকে শুরু করে বিভিন্ন বিপণি-বিতানগুলোতে ক্রেতারা কিনছেন তাদের পছন্দের পোশক। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বিপণি-বিতানগুলোতে চলছে উৎসব মুখর পরিবেশ। দীর্ঘ দুই বছর পরে ঈদবাজারে ক্রেতারা পছন্দমতো ও স্বাচ্ছন্দ্যভাবে কেনাকাটা করতে পেরে খুশি, আর বিক্রেতারাও এভাবে বিক্রি করতে পেরে অনেক খুশি। বিক্রেতারা রকমারি ডিজাইন ও বাহারী রঙ্গের দেশী-বিদেশী কাপড়ের পণ্যের পরসা সাজিয়ে বসিয়ে আছেন। বিভিন্ন বয়সীর পণ্যে ঢেলে সাজানো মার্কেটগুলোতে বেড়েছে নানা বয়সীর ক্রেতাদের সমাগম। বিপণী বিতানগুলোতে এখন দেখা যাচ্ছে ক্রেতাদের উপচেপড়া ভিড়। চলছে বিক্রেতাদের নানা হাকডাক। তবে, ক্রেতাদের অভিযোগ আগের চেয়ে বেড়েছে সকল কাপড়ের মূল্য। এদিকে ঈদের কেনাকাটা নির্বিঘ্নকরতে এবং ক্রেতাদের বাড়তি নিরাপত্তা দিতে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে কালাই থানার পুলিশ।
সরেজমিনে উপজেলার কয়েকটি মার্কেট ঘুরে দেখা গেছে, ঈদ যতই ঘুনিয়ে আসছে উপজেলার বিভিন্ন ফুটপাত ও বিপণি-বিতানগুলোতে ততই ভিড় বাড়ছে। ক্রেতারা নিজেদের পছন্দনীয় নিত্য-নতুন ডিজাইনের পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন। তীব্র গরম ও দাবদাহ উপেক্ষা করে ক্রেতাদেরকে সকালে ও বিকালে ঈদের কেনাকাটা করতে দেখা গেছে। অনেকে তীব্র গরমের কারণে সন্ধ্যার পর দোকানে এসে গভীর রাত পর্যন্ত কেনাকাটা করছেন। উপজেলার বিভিন্ন মার্কেটের দোকানীরা পাল্লা দিয়ে ক্রেতাদের কাছে পোশাক বিক্রি করছেন। উপজেলার বিপনিবীতান দোকানগুলোতে মেয়েদের সিল্ক, বেনারসি, টাঙ্গাইল প্রিট, জামদানি ও কাতান শাড়িসহ থ্রি-পিস, লং-থ্রিপিস, সালোয়ার কামিজ, লেহেঙ্গা, ছিট-কাপড় এবং ছেলেদের পাঞ্জাবী, পাজামা, ফতুয়াসহ বিভিন্ন ব্র্যান্ডের টি-শার্ট, জিন্স-প্যান্ট, গ্যাবাডিং-প্যান্ট, হাফ শাট ও গ্যাঞ্জি বিক্রি করছেন। ডিজাইন ও রকম ভেদে কাপড়গুলোর বিক্রি হচ্ছে ১হাজার থেকে ১১হাজার টাকা পর্যন্ত। এবারই এই ঈদে দোকানীরা নতুন সব ডিজাইন বাজারে এনেছেন ইন্ডিয়ান সাহারা জর্জেট, ডাইমন্ড, বিনয়, কাঁচাবাদাম, লাচ্ছা, বিবেগ, লংস্কার্ট, পাখি-লেহেঙ্গা, ঐশ্বরিয়ার ময়ূরী-ড্রেস আর পাকিস্তানি বাড়িস, খুবসুরত, পাকিস্তানি-কটি, শাহাজাদী, অলগাঞ্জা ইত্যাদি। ঐসব ডিজাইন ও রকম ভেদে কাপড়গুলোর বিক্রি হচ্ছে ২হাজার থেকে সাড়ে ৭হাজার টাকা পর্যন্ত। এই ঈদে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য ব্যবসায়ীরা নানা ধরনের আকর্ষণীয় জিনিসপত্র দোকানের সামনে সাজিয়ে রেখেছেন। আবার টেইলার্সের দোকানেও প্রচুর ভিড় লক্ষ করা গেছে। এক সপ্তাহ আগেই থেকে কাপড় বানানোর অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছেন টেইলার্স মালিকরা। স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিকেল ও সুন্ধা বেলায় দোকানগুলোতে পছন্দের প্যান্ট, শার্ট, থ্রি-পিস, জুতা-স্যান্ডেলের ও কসমেটিক্স কেনার জন্য ভিড় জমাচ্ছে। অনেক ক্রেতারা ঈদের জন্য মাতার টুপি এবং আতর কিনছেন। এ ঈদবাজারে কেনাকাটা শহরের তুলোনায় গ্রামের মানুষ দু-সপ্তাহ আগে থেকে কেনা-কাটা শুরু করেছেন।
উপজেলার আহলে হাদীস মসজিদ মার্কেটে ঈদবাজার করতে আসা নাছরিন সুলতানা নিলা বলেন, গত দুই বছর পুর্বে ঈদ উদযাপন করতে পারিনি। এবারের ঈদকে আর মিস করতে চাই না। সেই জন্য রোজার মাসের দ্বিতীয় সপ্তাহ শপিং করতে এসেছি। চলতি সপ্তাহে নিজের ও আত্মীয়স্বজনের জন্য শপিং শেষ করতে চাই। কারণ শেষদিকে গিয়ে অনেক ভিড় হয়।
সেখানে আরেক ক্রেতা হামিদুল ইসলাম বলেন, অন্যবছরের তুলনায় এ বছর ঈদেও সকল জিনিসপত্রের দাম বেশি। কিন্তু কি আর করার আছে..,ঈদে কিছু কেনাকাটা করা দরকার ছিল, তাই মার্কেটে এসেছি। এখন কিছু কাপড় কিনব আর ঈদের শেষমুহুর্তে আরও কিছু কাপড় কিনব।
কালাই সদরের রুহুল বস্ত্র বিপনীর বিক্রয়কর্মী রবিউল ও রাজু জানান, ক্রেতারা নিত্য-নতুন ডিজাইনের পোশাক কিনছেন। এ দোকানে বিভিন্ন ব্র্যান্ডের নিত্য-নতুন ডিজাইনের মেয়েদের সিল্ক, বেনারসি, টাঙ্গাইল প্রিট, জামদানি ও কাতান শাড়িসহ থ্রি-পিস, লং-থ্রিপিস, সালোয়ার কামিজ, লেহেঙ্গা, ছিট-কাপড় গ্যাবাডিং-প্যান্ট, হাফ শাট, ফতুয়া ও পাঞ্জাবী বিক্রি হচ্ছে। ডিজাইন ও রকম ভেদে কাপড়গুলোর ৬শ থেকে ৯ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে ঈদের শেষ মুহুর্তে বেচাকিনা অনেক ভালো হয়।
উপজেলার তালুকদার ম্যানশনের ঢাকা ফ্যশনের স্বত্বাধীকারী আব্দুল রউফ বলেন, করোনার কারণে দুই বছর ঈদে কেনাবেচা তেমন হয়নি। কিন্তু এবার রমজানের মাস শুরু থেকেই বিক্রি অনেক বেড়েছে। দেশীয় চেয়ে বেশির ভাগ ইন্ডিয়ান ব্রাউন ও পাকিস্তানি থ্রি-পিচ এর চাহিদা অনেক বেশি। আশা করছি, এই ঈদে বেচাবিক্রি অনেক ভালো হবে।
এদিকে উপজেলার তালুকদার শপিং মার্কেটের সুমন কসমেটিক্স স্বত্বাধীকারী আতিকুর রহমান সুমন বলেন, সারাবছর কম-বেশি কসমেটিক্স বিক্রি হয়, তবে এই ঈদকে কেন্দ্র করে বেশির ভাগ তরুণ-তরুণী ও মধ্যম বয়সী মহিলা ক্রেতারা আসছেন কসমেটিক্স কিনতে। সব মিলিয়ে বেচাকেনা দিন দিন বাড়ছে। ক্রেতারা সাধ্য অনুযায়ী যেযার মত কসমেটিক্স কেনাকাটা করছেন ।
আইনশ্ঙ্খৃলা বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন বলেন, বর্তমার উপজেলার আইনশ্ঙ্খৃলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভাল। আমরা জনগনের জান-মাল রক্ষার জন্য সব সময় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এই ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন বিপনিবীতান দোকানগুলোতে এবং গুরুত্বপুর্নস্থানসহ বিভিন্ন রাস্তা-ঘাটে কালাই থানা পুলিশ সব সময় টহল দিচ্ছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |