আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৫০
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় রোববার বেলা সাড়ে ১২টার দিকে ঈদবোনাস ও ঈদ ছুটির সময় বৃদ্ধির দাবীতে স্কাইলাইন গ্রæপ নামক পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। এসময় শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাধা দিলে শুরু হয় শুরু হয় শ্রমিক-পুলিশের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা-ধাওয়া, পুলিশের গড়ম জল ও কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ এবং ১০/১২টি যানবাহন ভাংচুর । এ ঘটনায় অর্ধশতাধিক শ্রমিক, পুলিশ, সাংবাদিক ও সাধারণ জনগন আহত হয়েছে। দীর্ঘ দেড় ঘন্টা শ্রমিক বিক্ষোভ চলার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলের গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও শ্রমিক সুত্রে জানা গেছে, স্কাøাইন গ্রæগ নামক কারখানার শ্রমিকরা রোববার সকালে প্রতিদিনের মতো যথারিতি কর্মস্থলে যোগদান করে। পরে শ্রমিকরা জানতে পারে তাদের ঈদবোনাস ১ থেকে দেড় হাজার টাকা বোনাস ও ঈদ ছুটি ৫ দিন নির্ধারন করেছে কর্তৃপক্ষ । এই খবর শ্রমিকরা জানতে পেরে এই ব্যাপারে কর্তৃপক্ষের নিকট জানতে চাইলে সত্যতা নিশ্চিত হয়ে সকল শ্রমিকরা সকাল থেকে বেতনের স্কেল অনুযায়ী ঈদবোনাস ও ঈদ ছুটির সময় বৃদ্ধির দাবীতে প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতী করে এবং বিক্ষোভ শুরু করে। কর্তৃপক্ষের কোন রকম আশ্বাস না পেয়ে বেলা ১২টার দিকে কারখানার ভেতর সকল শ্রমিক নবীনগর-চন্দ্রা মহাসড়কে নেমে আসে এবং উভয় পাশে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ ও শ্লোগান দিতে থাকে। খবর পেয়ে ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌছে। এসময় পুলিশ শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়। শ্রমিকরা পুলিশের সম্মুখে সড়কের পাশে স”মিল থেকে গাছের গুরি ও ঢাল দিয়ে রাস্তা বেড়িকেড দেয়। পরে পুলিশ শ্রমিকদের একাধিকবার বাধা দিলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে যায়। এক পর্যায়ে পুলিশ ধাওয়া দিলে শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে । শুরু হয় শ্রমিক-পুলিশ উভয়ের ধাওয়া পাল্টা ধাওয়া। শ্রমিকদের আন্দোলন বেগতিক দেখে আরোও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে গড়ম জল ও কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। উভয়ের সংঘর্ষ দফায় দফায় চলতে থাকে। সংঘর্ষ চলাকালিন সময় ওই কারখানার সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কের উপরে থাকা ১০/১২ টি বাস ভাংচুর করে শ্রমিকরা। এই সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক শ্রমিক, পুলিশ, সাংবাদিক ও সাধারণ জনগন আহত হয়েছে। দীর্ঘ দেড় ঘন্টা শ্রমিক বিক্ষোভ চলার পর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কোন রকম অপৃতিকর ঘটনা এড়াতে ওই কারখানার ভেতর ও বাহিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।
এ ব্যাপারে স্কাইলাইন গ্রæপের এ্যামিন অফিসার আতাউর রহমান জানান, কারখানার কাজের চাপ থাকায় শ্রমিকদের ঈদের ছুটি ৭দিন নির্ধারন করেছে। কর্তৃপক্ষ তাদের দাবী ছিলো ১০ দিন এই জন্য শ্রমিকরা আন্দোলন করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের আন্দোলন ছত্রভঙ্গ করে দিয়েছে। তবে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবী গুলো মেনে নিয়েছে। এই ঘটনায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এব্যাপারে কোন আইনি প্রক্রিয়া যাবেন কিনা তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পরিচালক মো: সাখাওয়াত হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন এবিষয়ে ইন্টিলিজেন্ট ওসির নিকট জেনে নিন। পরে ইন্টিলিজেন্ট ওসি কামালের নিকট জানতে চাইলে তিনি বলেন আমি এখন রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে আসছি আমি এ বিষয়ে কিছুই বলতে পারবোনা।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |