আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:২২
বিডি দিনকাল ডেস্ক :- আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে দলীয় নেতাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ এখন চিহ্নিত স্বৈরাচার। ইতিমধ্যে বিভিন্ন দেশ আওয়ামী লীগকে এখন চিহ্নিত স্বৈরাচারি দল হিসেবে চিহ্নিত করেছে। তার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। আজ আওয়ামী লীগ পুরোপুরিভাবে নির্ভর করছে আমলাদের ওপর। কারণ তারা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। মূলত তারা এখন সামরিক ও বেসামরিকসহ আমলাতন্ত্রের উপরেই নির্ভরশীল। কলাবাগানের ঘটনায় প্রমাণ করে তারা কতটা স্বৈরাচারি।
তিনি আরো বলেন, হাসিনা থাকলে আগামী জাতীয় নির্বাচনে যাবে না বিএনপি।এই সরকারের মদদপুষ্ট একটি গোষ্ঠী সাধারণ মানুষের জমি ব্যবসাসহ সবকিছুই দখলে নেমেছে।
মির্জা ফখরুল বলেন, আগেও গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে সরে যেতে হয়েছে। আগামী দিনেও জনগণের গণঅভ্যুত্থানে সরকারকে সরতে হবে। আমরা রাজপথে আছি আন্দোলন সংগ্রাম করছি। যখন যেভাবে অন্দোলনের প্রয়োজন সেভাবেই আন্দোলন করা হবে। আর আমরা রাজপথে আছি বলেই সরকারের টনক নড়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |