আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:১৯
এম, এ কাশেম ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম অফিস : আধুনিক ব্যাংকিং এর সকল সুবিধা সম্পন্ন ব্র্যাক ব্যাংক উত্তর চট্টগ্রামের মীরসরাইর উপজেলার বারইয়ারহাট এসএসএমই ইউনিট ও এজেন্ট ব্যাংকিং এর উদ্যোগে মঙ্গলবার (২৬ এপ্রিল) আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মীরসরাই উপজেলাস্থ ব্র্যাক ব্যাংক বারইয়ারহাট শাখার মাস্টার এজেন্ট ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেলের উপস্থাপনায় আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মীরসরাই সার্কেলের এএসপি লাবীব আবদুল্লাহ্।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিজামপুর সরকারী কলেজের অধ্যক্ষ রফিক উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, ব্র্যাক ব্যাংক এসএমই ডিভিশন হাটহাজারীর টেরিটোরী ম্যানেজার সাইফুল ইসলাম, এজেন্ট ব্যাংকিং চট্টগ্রাম টিম লিড জুয়েল চক্রবর্ত্তী, ফেনী টিম লিড কফিল উদ্দিন, সীতাকুন্ড শাখার অপারেশন ম্যানেজার মিঠুন দাশ গুপ্ত।
ইফতারপূর্ব মাহে রমজান’র গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া পরিচালনা করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আতাউল্লাহ, আল হেরা স্কুলের অধ্যক্ষ মোঃ শাহজাহান, উপজেলা ডেইরী ফার্মাস ওনার্স এসোসিয়েশনের সভাপতি হেদায়েত উল্লাহ্, উত্তরা ব্যাংকের অফিসার আরিফুল ইসলাম, আজহারুল ইসলাম, শরীফ উদ্দিন, ব্র্যাক ব্যাংক বারইয়ারহাট এরিয়া ক্রেডিট ম্যানেজার এনামুল হক, ইউনিট ইনচার্জ দিদারুল আলম, মীরসরাই এসএমই ইউনিট ইনচার্জ মাসুদ রানা, সীতাকুন্ড শাখার বিএসএসও সৌমেন বিশ্বাস, বিএসএসও জিল্লুর রহমান, ক্যাশ ইনচার্জ শামছুল হক, এসএমই ইনচার্জ হযরত আলী, অফিসার ফরহাদুল আলম, জাকির হোসেন, জুনায়েদ হোসেন, ইউপি সদস্য ইব্রাহিম চৌধুরী, সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিন, সাধুর বাজারের এজেন্ট ও দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, উদয়ন ক্লাবের সম্পাদক মাকছুদ আলম শাহীন, সম্পাদক রবি করিম, নির্বাণ যুব সংঘের সভাপতি তানভীর হাসান, মধ্যম আমবাড়িয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, সৃজন যুব সংঘের সভাপতি আসিফুল ইসলাম, উত্তরণের সভাপতি মোঃ আবু সাইদ, আইডিয়াল স্কুলের অধ্যক্ষ শাহাদাত হোসেন, প্রবাসী ব্যবসায়ী শাখাওয়াত, ব্যবসায়ী আব্দুল গনি, নুরুল হুদা, গোলাম জাকারিয়া, পৌর কর্মকর্তা নুরুল করিম, মনিরুল ইসলাম সোহেল, মরণ নন্দী, ডাঃ রিপন, শিক্ষক আতারুজ্জামান, ব্যবসায়ী জালাল উদ্দিন, মোশাররফ হোসেন, তৌহিদুল ইসলাম, মাইনুল ইসলাম, ফারুক হোসেন, মৌমিনুল হক ব্র্যাক ব্যাংকের সংশ্লিষ্ট অফিসার বৃন্দ, এএফও এবং সম্মানিত গ্রাহকবৃন্দ।
উল্লেখ্য, ২০০৬ সালে মীরসরাই উপজেলার বারইয়ারহাটে ব্র্যাক ব্যাংকের এসএমই শাখা এবং ২০১৮ সালের অক্টোবর থেকে ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। অদ্যাবধি ২.৫ হাজার গ্রাহকের মাঝে একাউন্ট, লোন, রেমিটেন্স সহ আধুনিক ব্যাংকিং এর সকল সেবা ও অত্যন্ত সুনামের সহিত পরিচালনা করে যাওয়া যাচ্ছে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |