আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৫০
বিডি দিনকাল ডেস্ক :- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর শোকবার্তা:বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনপ্রিয় রাজনীতিবিদ অধ্যাপক এম এ মান্নান দীর্ঘদিন রোগভোগের পর আজ ২৮ এপ্রিল বিকাল সাড়ে চারটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। অধ্যাপক এম এ মান্নান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “দেশের বরেণ্য রাজনীতিবিদ অধ্যাপক এম এ মান্নান এর মৃত্যুতে তাঁর পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। তাঁর মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে তাঁর অবদান ছিল স্মরণীয়। মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপি’র রাজনীতিতে সম্পৃক্ত হন। এরপর থেকে বিএনপি’র সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে এবং আন্দোলন-সংগ্রামে সাহসী যোদ্ধা হিসেবে ছিলেন সামনের কাতারে। নানাভাবে রাজনৈতিক হয়রানীর শিকার এই নেতা যেকোন রাজনৈতিক সংকট ও বিপদে কখনো বিচলিত হননি এবং দলীয় আদর্শ বিসর্জন দেননি। নিষ্ঠা ও সাহসিকতার সাথে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে তাঁর নির্ভিক নেতৃত্ব সহকর্মীদের প্রেরণা যুগিয়েছে। মন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে তাঁর নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ছিল প্রশংসনীয়। দেশবাসী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চিরদিন তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাঁর মৃত্যু জাতীয়তাবাদী শক্তির জন্য অত্যন্ত মর্মস্পর্শী। জনাব এম এম মান্নান এর মৃত্যু দেশ ও দলের জন্য বিশাল ক্ষতি। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা:“বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনপ্রিয় রাজনীতিবিদ অধ্যাপক এম এ মান্নান এর মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শহীদ জিয়ার আদর্শের বলিষ্ঠ অনুসারী মরহুম অধ্যাপক এম এ মান্নান ছিলেন গণমানুষের রাজনীতির সাথে আজীবন যুক্ত। রাজনীতিতে তিনি সবসময় ছিলেন জনগণের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে। দেশ ও দশের প্রতি সহমর্মী অধ্যাপক এম এ মান্নান সবসময় নিজ আদর্শে ছিলেন অবিচল। তাঁর রাজনীতি দলীয় নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রেরণা যোগাবে। আওয়ামী শাসকগোষ্ঠীর রাজনৈতিক প্রতিহিংসার শিকার অধ্যাপক এম এ মান্নান দেশ ও দলের স্বার্থে নিষ্ঠাসহকারে দায়িত্ব পালনে ছিলেন অগ্রপথিক। নিজস্ব মতাদর্শে তিনি ছিলেন নির্ভিক ও প্রত্যয়দৃঢ়। তাঁর কর্মময় জীবনের সাফল্যের মূলে ছিল আদর্শনিষ্ঠ উদ্যম ও উদ্যোগ। জনঘনিষ্ঠ ও কর্মীবান্ধব রাজনীতিবিদ হওয়ার কারণেই তিনি জনগণ ও দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। মরহুম এম এম মান্নান এর রাজনীতির মধ্যে নিহিত ছিল সমাজ উন্নয়নের মূল শক্তি। মন্ত্রী ও মেয়র হিসেবে সমাজকল্যাণমূলক কাজকেই তিনি সবসময় অগ্রাধিকার দিয়েছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক গভীর শুণ্যতার সৃষ্টি হলো। আমরা একজন সত্যিকারের গুণী রাজনীতিবিদ ও অভিভাবককে হারালাম।
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শণকে প্রতিষ্ঠিত করা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রে উত্তরণের সাহসী সংগ্রামে মরহুম অধ্যাপক এম এ মান্নান এর অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শুভানুধ্যায়ী ও পরিবারবর্গের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”CONDOLENCE OF BNP ACTING CHAIRMAN & BNP SEC GENERAL-28-4-22
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |