আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৫৬
জাকির হোসেন সুমন , ব্যাুরো চীফ ইউরোপ ঃমাহে রমজান মাস শেষের দিকে , ইতালিতে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বইছে ঈদ উৎসবের আমেজ। চলছে নানা প্রস্তুতি । ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় উৎসব রমজান শেষে ঈদ। এই ঈদ উৎযাপনকে ঘিরে ইতালিতে নামাজ আদায়ে চলছে নানা প্রস্তুতি । রাজধানী রোম সহ বিভিন্ন শহরে আয়োজন করা হচ্ছে ঈদের নামাজ জামাতে পড়ার আয়োজন।
গত দুই বছর করনা কালিন সময়ে মুসল্লীরা মনে আনন্দ নিয়ে ঈদের নামাজে জামাতের সহিত আদায় করতে পারেনি নানা বিধিনিষেধের কারনে। চলতি বছর বিধিনিষেধ ইতালি সরকার শিথিল করাতে প্রবাসী বাংলাদেশের মাঝে বইছে উৎসবের আমেজ ।
ইতালির রাজধানী রোম , মিলান , ভেনিস , জেনোভা, বলোনিয়া , মনফালকুনে , নাপলি , ব্রেসিয়া, পাদোভা , পিজা সহ বিভিন্ন শহরে ইসলামিক করতুরাল সেন্টার বা মসজিদ কমিটি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ঈদের জামাতের আয়োজন করা হচ্ছে। তবে রোম শহরের কমিউনিটি ব্যাক্তিত্ব সামাজিক সংগঠন ধুমকেতুর কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চু , ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার জানান, ইতালির আবহাওয়ার উপর নির্ভর করে আয়োজন সীমিত আকারেও হতে পারে বলে আয়োজকরা জানান। বৃষ্টি হলে খোলা মাঠে বৃহৎ আকারে না করে একাধিক জামাত আদায় করা হতে পারে মসজিদে বা কোন হল রুমে। তবে সকলেরই প্রত্যাশা দীর্ঘ দুই বছর ঘরবন্দী ঈদ প্রবাসী বাংলাদেশীদের বঞ্চিত করেছে আনন্দ , এবছর সেই আনন্দকে ভাগাভাগি করে নিতে পারবে সকলে পরিবারের সাথে যদি ছুটির দিনে ঈদ উৎযাপিত হয়। নয়তো নামাজ শেষে অধিকাংশ বাংলাদেশীদের ছুটে যেতে হবে কাজে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |