আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৪৩
বগুড়া”-গতকাল ভোরে শিবপুর গ্রামে বিরোধপূর্ণ একটি পুকুরে বগুড়া জেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া তারেক বিদ্যুৎসহ ২০-২৫ জন সন্ত্রাসী রাতের আঁধারে মাছ চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন। ওই পুকুরে মাছ ধরার সময় প্রতিপক্ষের ধাওয়ায় সন্ত্রাসীরা কেউ কেউ পালিয়ে যায়। এ সময় বিদ্যুৎসহ বেশ কয়েকজনকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে শেরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শেরপুর উপজেলার ২নং গাড়িদহ ইউনিয়নের শিবপুর গ্রামের জনৈক মলা প্রামাণিকের ছেলে ইলাম উদ্দিন ওই পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিল।
পুকুর পাড়ে ভাড়াটিয়া সন্ত্রাসীদের হাতে দেশীয় অস্ত্রসহ ধারালো চাকু ও ছোড়া দেখা যায়। এরপর পুকুরে মাছ ধরার সময় মাছচাষি ইলাম উদ্দিনসহ তার লোকজন বাধা প্রদান করে। এ সময় জাকারিয়া তারেক বিদ্যুতের বাহিনী তাদের মারপিট করে আহত করে। ওই হামলার ঘটনায় ইলামের ছেলে তৌহিদুল ইসলাম (৩০), রাজু আহম্মেদ (২২), তার স্ত্রী-মেয়েসহ আরও কয়েকজন আহত হয়। এদের মাঝে ৪ জনকে উদ্ধার করে শেরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর গ্রামবাসী একজোট হয়ে জাকারিয়া তারেক বিদ্যুৎকে গাছের সঙ্গে বেঁধে গণধোলাই দেয়। খবর পেয়ে শেরপুর থানা পুলিশের এএসআই খায়রুল ইসলাম বিদ্যুৎকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর হাসপাতালে ভর্তি করেন। দুলাল হোসেন জানায়, ওই পুকুরের মালিক তিনি নিজেই
গ্রামের মানুষের সঙ্গে বৈঠক করে পুকুরে মাছ চাষ করেছি। বিরোধের কারণে আদালতে মামলা আছে। ওই পুকুরের মালিক ইলাম হোসেনের ছেলে রাজু আহম্মেদ জানান, দুলাল আমাদের পুকুর থেকে মাছ মারার জন্য শহর থেকে সন্ত্রাসী ভাড়া করে এনেছিল। রাতের আঁধারে মাছ চুরির সময় বাধা দিলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমার বড় ভাইসহ ৪ জন আহত হয়। আমাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে সন্ত্রাসী জাকারিয়া তারেক বিদ্যুৎকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. শহিদুল ইসলাম বলেন, মাছ চুরির ঘটনায় ঘটনাস্থলে গিয়ে জাকারিয়া তারেক বিদ্যুৎকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Dhaka, Bangladesh সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:11 PM |
Magrib | 5:32 PM |
Isha | 6:51 PM |