শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) নির্বাচনী এলাকার সখিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা ও সখিপুরের ঐতিহ্যবাহী হাওলাদার পরিবারের কৃতি সন্তান মোয়াল্লেম হাওলাদার বিএনপিতে যোগদান করেছেন। তিনি বিএনপি তথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব সফিকুর রহমান কিরনের প্রতি আস্থা রেখে বিএনপিতে যোগদান করেছেন। তিনি বুধবার সখিপুর থানা যুবদলের সাধারন সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত সাবেক চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান রাজিব সরদারের হাতে ফুলের তোরা দিয়ে বিএনপিতে যোগদান করেন। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।