আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:৪২
বিডি দিনকাল ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলাধীন পাগলা থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান শেষে মোটর সাইকেল বহর নিয়ে ফেরার পথে আওয়ামী সশস্ত্র সন্তাসীদের হামলা, নেতাকর্মীদের গুরুতর আহত করা ও মোটর সাইকেল ভাংচুরের ঘটনাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “আজ ময়মনসিংহের গফরগাঁও উপজেলাধীন পাগলা থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান শেষে মোটর সাইকেল বহর নিয়ে ফেরার পথে আওয়ামী সশস্ত্র সন্তাসীদের হামলা, নেতাকর্মীদের গুরুতর আহত করা ও মোটর সাইকেল ভাংচুরের ঘটনা বর্তমান ভোটারবিহীন সরকারের আমলে আরও একটি ঘৃন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসীরা দেশব্যাপী যে বর্বরোচিত ও ন্যাক্কারজনক জুলুম-নির্যাতন চালাচ্ছে, এটি তারই ধারাবাহিকতা। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানার নেতৃত্বে লংগাইর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হামিদ শেখের বাড়িতে এক ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান শেষে মোটর সাইকেলের বহর নিয়ে ফেরার পথে মশাখালী ইউনিয়নের স্কুলের বাজার নামক স্থানে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে ১২ টি মোটর সাইকেল ভাংচুর করে। এসময় আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ২৫ জনকে কুপিয়ে-পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহতদের মধ্যে উল্লেখযোগ্য হলো যুবদল নেতা শাহীন, পাগলা থানা সেচ্ছসেবক দল নেতা শুপ্ত প্রধান, পাগলা থানা যুবদল নেতা আশরাফুল ইসলাম বাহার, পাইথল ইউনিয়ন ছাত্রদল নেতা মোজাহিদুল ইসলাম সোহান, নিগুয়ারি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোশারফ মিয়া, মশাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার তোফাজ্জল হোসেন, টাংগাবর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা এরশাদ মিয়া, মশাখালী ইউনিয়ন ছাত্রদল নেতা শাওন, মশাখালী ইউনিয়ন ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ সহ আরো অনেকেই।
গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারী দলের সন্ত্রাসীরা যেমন সমগ্র দেশে নিজেদের আধিপত্য বজায় রাখতে বেপরোয়া হয়ে উঠেছে, একইভাবে আইন শৃঙ্খলা বাহিনীও বর্তমান সরকারের দোসর হিসেবে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, নির্যাতন ও গ্রেফতারে মাতোয়ারা হয়ে উঠেছে। বর্তমানে আওয়ামী ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রুপে আত্মপ্রকাশ করেছে। দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে, যেখানে আইন-কানুন, সুষ্ঠু বিচার কিছুই নেই। সরকার নিজেদের ব্যর্থ চেহারা ঢাকতেই বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর সহিংস হামলার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। যেহেতু সরকারের জনসমর্থন নেই, তাই ক্ষমতায় টিকে থাকতে ফ্যাসিবাদী নীতি অবলম্বন করে নিজেদের কর্তৃত্ববাদী শাসন জারী রেখেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ থেকে সুশাসন নিরুদ্দেশ হয়ে যায়।
ময়মনসিংহে সংঘটিত আজকের বর্বরোচিত ও ন্যাক্কারজনক ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি। গুরুতর আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।”
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |