- প্রচ্ছদ
-
- ঢাকা
- দেশের মানুষ এখন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায় : সফিকুর রহমান কিরন
দেশের মানুষ এখন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায় : সফিকুর রহমান কিরন
প্রকাশ: ৬ মে, ২০২২ ১:৫৯ অপরাহ্ণ
ছবির ক্যাপশন: শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি সফিকুর রহমান কিরন দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন।
শরীয়তপুর প্রতিনিধি : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব সফিকুর রহমান কিরন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে দিতে ক্ষমতাসীনদেরকে বাধ্য করতে হবে। কারণ দেশের সর্বস্তরের মানুষ এখন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়। তাই এ লক্ষ্যে সব গণতান্ত্রিক দল ও মানুষকে ঐক্যবদ্ধ করে গণআন্দোলন গড়ে তুলতে হবে। আর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ।
ঈদের পরে সখিপুরের বালার বাজার তাঁর নিজ বাসভবনে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় কালে তিনি এ সব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য বিএনপি’র বিজয়ের বিকল্প কিছু নেই। আগামী নির্বাচন’কে সামনে রেখে বিএনপি’কে শরীয়তপুরের সবকটি আসন উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে আমাদের এখন থেকে কাজ শুরু করতে হবে। তাই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জনগণের দুয়ারে দুয়ারে যেতে হবে।
এছাড়াও জানাগেছে, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষে ঈদুল ফিতর উপলক্ষে শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান কিরন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) সহ শরীয়তপুরের বিভিন্ন স্তরের দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের খোঁজখবর নিয়েছেন এবং তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। শরীয়তপুর জেলা বাসী সহ দেশবিদেশে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আর ঈদ ছাড়াও বিভিন্ন সময়ে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন তিনি।
Please follow and like us:
20 20