- প্রচ্ছদ
-
- কুমিল্লা
- কুমিল্লায় বিএনপির জাতীয় স্থায়ীকমিটির সিনিয়র সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বাসায় হামলা
কুমিল্লায় বিএনপির জাতীয় স্থায়ীকমিটির সিনিয়র সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বাসায় হামলা
প্রকাশ: ৭ মে, ২০২২ ১০:২৬ পূর্বাহ্ণ
বিডি দিনকাল ডেস্ক:-বিএনপির জাতীয় স্থায়ীকমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সামনের বাসভবনে নেতাকর্মীদের ওপর হামলা করেছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
শনিবার, মে ০৭, ২০২২, বেলা ১১টার পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তার বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন জানান, বাসা থেকে বের হওয়ার সময় আমাদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা করার চেষ্টা করেছে। সংবাদ পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে পুলিশি পাহারায় ড. মোশাররফ হোসেনকে দাউদকান্দি থেকে তিতাস উপজেলায় নিয়ে আসা হয়। সেখানে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবালের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।
Please follow and like us:
20 20