আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪৭
বিডি দিনকাল ডেস্ক: -রাজধানীর রমনা পার্কের গেটের সামনে শুক্রবার রাতের দিকে মোটরবাইক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছে। নিহত নারীর বয়স অনুমান (২৫) বছর। এ ঘটনায় অপর এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত যুবকের বয়স (২৮) বছর।
গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত যুবক ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।তাৎক্ষণিকভাবে নিহত নরীর পরিচয় পাওয়া যায়নি।মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ (এএসআই) মোঃ আব্দুল্লাহ খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রমনা পার্কের গেটের সামনে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন মোটরবাইকের দুই আরোহী। পরে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে তাদের দুজনকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে নারীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবক জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |