আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪৪
আবুবকর সিদ্দিক, জয়পুরহাট প্রতিনিধিঃ-জয়পুরহাটে বাসের সংগে মুখোমুখি সংর্ঘর্ষে পিক আপ চালক নিহত। আজ শুক্রবার সকাল ১১ টায় হিলি-জয়পুরহাট মহাসড়কের বাগজানা বাজারের সামনে জয়পুরহাট গামী হানিফ পরিবহনের একটি বাস আমবোঝাই একটি পিক আপ ভ্যানের সংগে সংর্ঘষে পিক আপ চালক ঘটঁনস্থলেই নিহত হয়\
দুর্ঘটনার পর পাঁচবিবি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পিক আপের কেবিন কেটে পিক আপ চালকের লাশ উদ্ধার করেন। তবে বাসের কোন যাত্রী হতাহত হয়নি। নিহত চালকের নাম শরীফ রহমান(৩০) তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নতুন বাবু পাড়ার এলাকার বসিন্দা বলে জানিয়েছেন সিভিল ডিফেন্সের ব্যাবস্থাপক রতন হোসেন।
প্রত্যক্ষ দর্শীরা জানান আমবোঝাই পিক আপ ভ্যানটি হিলির দিকে যাচ্ছিল। হিলি থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসটি বাগজআনা বাজাওে আমবোঝাই পিক আপের সাথে মুখোমুখী সংর্ঘর্ষ হয়।এত কওে পিক আপের কেবিন দুমড়ে মুচড়ে যায়।পিক আপের চালক কেবিনের ভিতওে আটকা পড়েন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা কেবিন কেটে চালকের লাশ উদ্ধার করে।হানিফ বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হলেও কেউ হতাহত হয়নি
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |