আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫৪
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর আত্রাই ইউএনও’র গাড়ির সাথে ধাক্কা লেগে৩ মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঘোষগ্রাম নামক স্থানে সড়কে আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের গাড়ির সাথে ধাক্কা লেগে এই দূর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে শরিফুল ইসলাম (৩০) নামে একজনকে গুরুত্বর আহত অবস্থায রাজশাহী মেডিকাল কলেজ হাসপাপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর দুইজন আহতরা হলেন, নাইম হোসেন(২৭) ও হাসান আলী(২৯)। তারা সকলেই নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়ন এর বনগ্রাম গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
আহত নাইম এর বাবা শিবুল হোসেন বলেন, শুক্রবার দুপুরে আমার ছেলেসহ তিনজন ব্যাক্তিগত কাজের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রাণীনগর হয়ে আত্রাই উপজেলার দিকে যাচ্ছিলেন। এসময় রাণীনগর উপজেলার রাণীনগর-আত্রাই সড়কের ঘোষগ্রাম মোড়ে বিপরিত দিক থেকে আসা আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ির সাথে ধাক্কা লেগে এই দূর্ঘটনা ঘটে। পরে এলাকার লোকজন তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দেয়।
নওগাঁ সদর হাসপাতালের চিকিৎসক মো.আনছার আলী বলেন,দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে শরিফুল গুরুত্বর আঘাত পেয়েছেন। তার ডান পা, ডান হাত ও মুখে মারাত্বক জখম হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। অপর দুজন নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন,এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখারুল ইসলাম বলেন এমনিতেই একই মোটরসাইকেলে তিনজন। তার উপরে সড়কের ভুল সাইড দিয়ে গাড়ি চালানোর কারনে এই দূর্ঘটনা ঘটে। আমার গাড়ি মোটরসাইকেলকে ধাক্কা দেয় নাই,তারাই নিয়ন্ত্রণ হারিয়ে আমার গাড়ির সাথে ধাক্কা লাগে। আহতদের চিকিৎসার জন্য ইতি মধ্যে ২০হাজার টাকা দেয়া হয়েছে এবং চিকিৎসার সার্বিক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।#
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |