আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:২৮
বিডি দিনকাল ডেস্ক: কুমিল্লা সিটি নির্বাচনে মেয়র পদে এবার নৌকার মনোনয়ন পেয়েছেন আরফানুল হক রিফাত। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে শুক্রবার বিকালে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে কুসিক নির্বাচনে মেয়র পদে তাকে দলের প্রার্থী করা হয়। আসছে ১৫ই জুন অনুষ্ঠেয় কুসিকের তৃতীয় নির্বাচনে ১৪ জন মনোনয়ন চাইলেও আরফানুল হক রিফাতের ওপর আস্থা রেখেছে দলটি।
অনুভূতি ব্যক্ত করে আরফানুল হক রিফাত সাংবাদিকদের বলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ২৭টি ওয়ার্ডের নেতৃবৃন্দকে নিয়ে বর্ধিত সভা করে সকলের সিদ্ধান্ত নিয়ে আমার নাম নাম কেন্দ্রে পাঠিয়েছেন। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুক্রবার মনোনয়ন বোর্ডের সভায় আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। আমি মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। এবার নৌকার বিজয়ের লক্ষ্যে দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ নগরবাসীর সহযোগিতা চাই।
তিনি কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী। গত ১৩ই এপ্রিল কুমিল্লা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সভাপতিত্ব অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আরফানুল হক রিফাতকে মেয়র পদে দলের একক প্রার্থী হিসেবে কেন্দ্রে প্রস্তাবনা পাঠানো হয়।
আরফানুল হক ১৯৮০-৮১ সালে ছাত্রলীগের প্যানেল থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ক্রীড়া ও শরীরচর্চা সম্পাদক ছিলেন। তিনি কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং কুমিল্লা ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৭ সাল থেকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছেন আরফানুল হক।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |