আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:০৭
এম, এ কাশেম, চট্টগ্রাম : কিছুদিন আগে বিদেশ থেকে দেশে ফেরেন বিল্পব দাশ নামের এক প্রবাসী। রোববার (২২ মে) সকাল ১০টায় স্ত্রীকে নিয়ে সিএনজি অটোরিক্সা করে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন তিনি। পথে গাড়ি থেকে নেমে মিষ্টি কিনতে যান্। কিন্তু ভুল করে গাড়ির পেছনে তিনি স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ব্যাংকের চেক বই, কাপড় সহ ট্রলিব্যাগটি সিএনজির পেছনে ফেলে যান। এর পর দিশেহারা হয়ে পড়েন ওই রেমিট্যান্স যোদ্ধা বিপ্লব দাশ (৩৫)। এ বিষয়ে তিনি চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। অভিযোগ পাওয়ার ৬ ঘণ্টার মধ্যেই ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসের অটোরিক্সা থেকে ট্রলিব্যাগটি উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ‘রোববার সকালে বিদেশ ফেরত বিপ্লব দাশ স্বর্ণালঙ্কার, নগদ ২০ হাজার টাকা, নতুন শাড়ি, ব্যাংকের চেক বই সহ ট্রলিব্যাগটি সিএনজির পেছনে ফেলে যান বলে জানান্। সিএনজি চালককে অনেক খোঁজাখুঁজির পর ও না পেয়ে দিশেহারা হয়ে অত:পর থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।’ তিনি আর ও বলেন, ‘অভিযোগ পাওয়ার ৬ ঘণ্টার মধ্যেই আমার গাড়ি নিরাপদ ডাটাবেজের মাধ্যমে সিএনজির মালিক এবং ড্রাইভারের তথ্য সংগ্রহ করা হয়। পরে ট্রলিব্যাগটি উদ্ধার করে তাদেরকে বুঝিয়ে দেয়া হয়।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |