আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫৬
এম, এ কাশেম, চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে একটি সংঘবদ্ধ মাদক কারবারিদের হামলায় ৩ র্যাব সদস্য গুরুতর: আহত হয়েছেন। সূত্র জানায়, দীর্ঘ বেশ কিছুদিন যাবত মীরসরাই উপজেলার ‘মাদক’ আস্তানা খ্যাত বারইয়ারহাট পৌরসভা এলাকায় ক্ষমতাসীন দলীয় ক্যাডারদের শেল্টারে থাকা মাদক কারবারিরা সোৎসাহে তাদের রমরমা বানিজ্য চালিয়ে আসছিলো। বিস্কস্থ সূত্রে এমন খবর পেয়ে গতকাল সন্ধ্যার দিকে কারবারিদের পাকড়া ও করতে র্যাপিড এ্যাকসন ব্যাটলিয়ন (র্যাব) এর একিট টিম অভিযান চালাতে গেলে সংঘবদ্ধ মাদক কারবারিরা র্যাব’র ওপর গুলি বর্ষন করতে থাকে। এর উত্তওে র্যাব’ ও গুলিবর্ষন করে বলে স্থানীয় সূত্র জানায়। আর এর ফাঁকে সংঘবদ্ধ ওই সব মাদক কারবারিরা সু’কৌশলে ডাকাত, ডাকাত চিৎকার করে এলাকার লোকজনের সহযোগীতা চায়। এতে চতুর্দিক থেকে এলাকার লোকজন দ্রæত ঘটনাস্থলে আসলে মাদক কারবারিরা র্যাব’র ওপর হামলা চালায়। এক পর্যায়ে চোরাকারবারিদের কথা মতো ডাকাত সন্দেহে ক্ষুব্দ জনতা ও তাদের সাথে হামলায় অংশ নেয়। হামলায় ৩ র্যাব সদস্য গুরুতর: আহত হয়েছেন। এর মধ্যে ২জনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। সূত্র জানায়, গতকাল (২৫ মে) বুধবার সন্ধ্যার দিকে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেন মামুন। স্থানীয় সূত্র আরো জানায়, বুধবার সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় মাদক কারবারিদের সাথে অন্য একটি পক্ষের মধ্যে হঠাৎ গোলাগুলি আরম্ভ হয়। কিন্তু, অপর একটি পক্ষ যে, র্যাব’র একটি বিশেষ টিম তা কেউ জানতেন না। এর পর মাদক কারবারিরা ডাকাতি হচ্ছে এমন কথা ছড়িয়ে দিয়ে স্থানীয় অধিবাসীদের কে ডাকাতী ঘটনায় বিক্ষুব্দ করে তোলে। আর এতে মাদকবারিরা সু’কৌশলে এলাকাবাসীদের নিয়ে অস্ত্রধারী কয়েক জনকে বেধড়ক পিটিয়ে গুরুরতর: আহত করে। পরে বিস্তারীত খবর নিয়ে এলাকাবাসী জানতে পারেন মাদক কারাবরিদের পাকড়াও করতে আসা ওই পক্ষটি র্যাব’র একটি বিশেষ টিম। স্থানীয় থানা পুলিশ ও বলছে মাদক ব্যবসায়ীরা এই ঘটনা ঘটিয়েছে। অপর দিকে ‘র্যাব’ সূত্র ও বলছে মাদক মামলায় অভিযান চালাতে র্যাব’র ওই সদস্যরা সেখানে গিয়েছেন তাদের পাকড়া ও করার জন্য। ঘটনা সম্পর্কে স্থানীয় জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেন মামুন বলেছেন, ‘র্যাব’র সদস্যদের সাথে একটা সংঘর্ষ হওয়ার ঘটনা আমরা শুনতে পেয়েছি। আর ওই ঘটনাটি মাদক ব্যবসায়ীরা ঘটিয়েছে বলে ও প্রাথমিকভাবে ধারণায় উঠে এসেছে। এবং ওই ঘটনায় র্যাব’র ৩ জন সদস্য আহত হয়েছেন বলে এর সত্যতা ও তিনি নিশ্চিত করেেেছন।’ তবে, তিনি বলেন, এর বাইরে ‘আমরা এখনও ঘটনার বিষয়ে আর বিশেষ কিছু জানি না। আপনারা বিস্তারীত ঘটনা সম্পর্কে জানতে র্যাব’র সাথে যোগাযোগ করার জন্য সাংবাদিকদের পরামর্শ দেন।’ উল্লেখ্য, বারইয়ারহাট পৌর বাজারটিতে এর আগে আরো কয়েকটি ডাকাতীর ঘটনা সংঘটিত হওয়ায় বাজারের বিভিন্ন ব্যবসায়িদের মাঝে চরম ভীতি ছড়িয়ে পড়েছে। ভীত সন্ত্রস্থ বাজার ব্যাবসায়িদের মধ্যে অনেকেই তাদের ব্যবসা প্রতিষ্টান বন্ধু রাখায় বিভিন্ন এলাকা থেকে আগত ক্রেতা সাধারণদের নাানবিধ: দুর্ভোগে পড়তে দেখা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত র্যাব সদস্যদের মধ্যে মোঃ কাউসার (২৯) কে স্থানীয় বারইয়ারহাট জেনারেল হাসপাতাল এবং মোখলেস (৩৩) ও পারভেজকে (২৮) কে বারইয়ারহাট মেডিকেল সেন্টারে চিকিৎসাধিন রাকার পর তাদের অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাদের কে ঢাকা নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। এদিকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে র্যাব-৭ এর সদর কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার তাহিয়াত চৌধুরী সাংবাদিকদের জানান, ঘটনার কথা জানতে পেরে চট্টগ্রাম থেকে র্যাব’র অপর একটি বিশেষ টিম মীরসরাই পাঠানো হাচ্ছে। এর এর পর আর কিছু জানতে পারলে এর বিস্তারীত পরে জাানতে পারবেন বলে তিনি সাংবাদিকদের আস্বস্থ করেন।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |