- প্রচ্ছদ
-
- খেলাধুলা
- রানীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রানীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
প্রকাশ: ২৬ মে, ২০২২ ২:৩৯ অপরাহ্ণ
মাহাবুব আলম,রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে (২৬ মে বৃহস্পতিবার )বিকেলে পৌর শহরের শেখ রাসেল মিনি স্টুডিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক (অনুর্ধ ১৭) ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা (অনুর্ধ ১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
খেলায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। গেস্ট অব অনার সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী। বিশেষ অতিথি, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সেফালি বেগম, ওসি এস এম জাহিদ ইকবাল, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, রাণীশংকৈল ডিগ্রি কলেজের সাবেক অধ্যাক্ষ তাজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন,যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম,ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, আবুল কাশেম,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল,মহিলা আ’লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন,পৌর কাউন্সিল মতিউর রহমান,রুহুল আমীন, ইসহাক আলী,প্রেসক্লাব পুরাতনের আহবায়ক কুসমত আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন, উপজেলা ত্রুীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার।
উল্লেখ্য ৯টি টিমের মধ্য দিয়ে গত ২৩ মে উদ্বোধন হয়।২৬ মে ফাইনাল খেলায় রাণীশংকৈল পৌরসভা বনাম নন্দুয়ার ইউনিয়ন অংশগ্রহণ করেন, এতে রাণীশংকৈল পৌরসভা নন্দুয়ার ইউনিয়নকে ১ গোলে হাঁড়িয়ে জয় লাভ করেন।
Please follow and like us:
20 20