- প্রচ্ছদ
-
- রংপুর
- ঠাকুরগাঁওয়ে ৩টি ক্লিনিক সিলগলা গ্রেপ্তার – ১
ঠাকুরগাঁওয়ে ৩টি ক্লিনিক সিলগলা গ্রেপ্তার – ১
প্রকাশ: ২৮ মে, ২০২২ ৭:২৭ অপরাহ্ণ
মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি।। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে প্রশাসন।(২৮ মে শনিবার) বিকেলে জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী মেজিষ্ট্রেট শাহরিয়ার রহমান৷
এসময় জেলা শহরের ৫টি ক্লিনিকে অভিযান পরিচালনা করেন তারা।পরে বিভিন্ন অনিয়ম ও নিবন্ধনহীন ক্লিনিকে কাগজপত্র না থাকায় মেডিনোভা ডক্টরস জোন এন্ড ডায়াগস্টিক সেন্টার,নিউরন ডায়াগনস্টিক সেন্টার ও উত্তরা ডক্টরস ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠানে সিলগালা করা হয়।এবং এক জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান শেষে নির্বাহী মেজিষ্ট্রেট শাহরিয়ার রহমান জানান, ক্লিনিকের নিবন্ধন না থাকা এবং লাইসেন্সের মেয়াদ উর্ত্তীন্ন হওয়াই ৩টি প্রতিষ্ঠানকে সিলগলা করা হয়েছে। এবং এক ব্যাক্তিকে গ্রেপ্তারকরা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি৷
Please follow and like us:
20 20