আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৪০
উজ্জ্বল নড়াইল, জেলা প্রতিনিধিঃ হিন্দু ধর্মবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসবের মহাঅষ্টমীতে নড়াইলে কুমারী পূজাঁ অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে শহরের রামকৃষ্ণ মিশন ও মঠে কুমারী পূজাঁ অনুষ্ঠিত হয়। অষ্টমিতে অশুর নিধনের জন্য কিশোরীকে কুমারী সাজিয়ে পূজাঁ করা হয়।
অশুর বধের জন্য এই দিনে দেবী দূর্গা কুমারী রূপ ধারন করে অশুররূপী শত্রু নিধনে মত্ত হন। সেই থেকে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় মহাঅষ্টমিতে কুমারী পূজাঁ করে আসছে। তাই মহাঅষ্টমিতে কিশোরীকে মাতৃরুপে কুমারী সাজিয়ে মন্দিরে মন্দিরে চলে পূজাঁ অর্চনা ও দেবীর আরাধনা করা হয়।
এদিকে শহরের মিতালী সংঘ, টাউন কালীবাড়ি, রুপগঞ্জ বাজার কালীবাড়ি, বাধাঁঘাট পূজাঁ মন্ডপ, মহিষখোলা,চরের ঘাট, সূর্য্যসেন ক্লাবসহ জেলার বিভিন্ন পূজাঁ মন্ডপে অষ্টমী পূজাঁ অনুষ্ঠিত হয়। অষ্টমী পূজাঁর অঞ্জলী দিতে প্রতিটি পূজাঁ মন্ডপে বিভিন্ন বয়সী সনাতন ধর্মালম্ব নারী-পুরুষ ভক্তদের দেখা যায়। মহামারী করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে এ বছর জেলায় ৫৪৪টি মন্ডপে শারদীয় দূর্গাপূজাঁ অনুষ্ঠিত হচ্ছে ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |