আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৯
বিডি দিনকাল ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল এর ছোট ভাই আরিফুজ্জামান চঞ্চল আজ বেলা ১১ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও শ্রীনগর-সিরাজদিখান এর মাটি ও মানুষের নেতা মীর সরফত আলী সপু ।
আজ এক শোকবার্তায় মীর সপু বলেন, “ আরিফুজ্জামান চঞ্চল এর মৃত্যুতে তার পরিবারবর্গের প্রতি শ্রীনগর -সিরাজদিখানের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আমি গভীর সহ-মর্মিতা জ্ঞাপন করছি। সজ্জন ব্যক্তি হিসেবে তিনি এলাকার মানুষের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকে ম্রিয়মান পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
মীর সরফত আলী সপু শোকবার্তায় আরিফুজ্জামান চঞ্চল এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |