আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:১৯
রুহুল আমিন আত্রাই (নওগাঁ) থেকেঃ নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের আত্রাই সেতুর পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখল করে একের পর এক গড়ে তুলছেন ব্যবসা প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে, সওজের কর্মকর্তাদের উদাসীনতার কারণেই বেদখল হয়ে যাচ্ছে সরকারি জমি। দখলবাজদের কাছ থেকে জমি উদ্ধারে কোনো তৎপরতা নেই কর্তৃপক্ষের। আত্রাই সেতুর পিলার ভেঙে, রাস্তার স্লোব কেটে পিলার তুলে জায়গাগুলো বালু
দিয়ে ভরাট করে দোকান স্থাপন করছে এক প্রভাবশালী মহল। সরেজমিনে দেখা যায়, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখল করে অবৈধভাবে পাকা ভবন নির্মাণের কাজ চলছে। এখনও নির্মাণ কাজ অব্যাহত রয়েছে।
এর ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। শুধু তাই নয়, নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কের অপর পাশে রেলের জায়গা দখল করে গড়ে উঠেছে ভাঙ্গারীর দোকান, বালুর ব্যবসা, ফলের দোকান সহ বিভিন্ন ধরনের দোকানপাট। এ কারণে রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতারও সৃষ্টি হচ্ছে। মহাসড়কের জায়গায় অবৈধ ভাবে ঘড় নির্মাণের বিষয়ে ঘড় নির্মাণকারি মোঃ জালাল উদ্দিনে সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি জানান, এই জায়গা
আমি রেল কর্তৃপক্ষের কাছ থেকে ২৫-৩০ বছর আগে ৬০ শতক জায়গা লিজ নিয়েছি। তার মধ্যে সড়ক ও জনপথ বিভাগ প্রায় ৪০ শতক জায়গা নিয়ে নেয়,পরে আমি আবার সেই জায়গার উপরে দরখাস্ত করে বাণিজ্যিক করে নিয়েছি। এই জায়গার সকল কাগজপত্র আমার কাছে রয়েছে তাই আমি সেই জায়গাতে দোকানপাট তৈরি করতেছি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন,স্থানীয় প্রশাসন ও সওজ কর্তৃপক্ষকে ম্যানেজ আত্রাই
সেতুর গুরুত্বপূর্ণ মোড় সড়কের পাশের সরকারি জমি দখল করে গড়ে তুলছেন এসব ব্যবসা প্রতিষ্ঠান। সওজের রাস্তা ও জমি দখল করে গড়ে ওঠা দোকানের পাশাপাশি ইট-বালু, খোয়া, ভাঙ্গারি মালামাল রেখে দখল করা হয়েছে সড়কের জায়গা। দখলদারদের ক্ষমতার দাপটের কাছে অনেকটাই অসহায় সওজের কর্মকর্তারা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত রাস্তা দখল করে চলে ব্যবসা-বাণিজ্য।এসব ব্যবসা প্রতিষ্ঠানের কারণে যানবাহন ওমানুষের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। দখলদারদের ক্ষমতার দাপটে কেউ মুখ খুলতে সাহস পায় না।
অনেক গাড়ি চালক জানান, রাস্তার জমি দখল করে অবৈধ স্থাপনা তৈরি করায় অনেক স্থানে সড়ক সংকীর্ণ হয়ে গেছে। এতে যানজট সহ প্রায়ই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। রাস্তার দু’পাশ দখলমুক্ত থাকলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। এদিকে সচেতন মহল বলছেন, আত্রাই সেতু পশ্চিম পাশে রাস্তার স্লোব কেটে যে ভাবে অবৈধ স্থাপনা তৈরি করছে তা কেউ করতে পারেনা। এ বিষয়ে রেল কর্তৃপক্ষ বা সড়ক ও জনপদ বিভাগ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। দুই কর্তৃপক্ষই নীরব ভূমিকা পালন করছে। যার কারণে কিছু কুচক্র মহল এসব অবৈধ কাজ দিনরাত চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরী।
এ বিষয়ে নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান,এ বিষয়ে আমি অবগত আছি, তাদের নোটিশ দেয়া হয়েছে। তারা বলছে এই জায়গা নাকি তাদের এ বিষয়ে আমরা যাচাই করছি।তবে রাস্তার স্লোব কেটে দোকানপাট স্থাপনা তৈরি করার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, রাস্তার স্লোব কেটে কোন দোকান স্থাপনা করা যাবে না, এ বিষয়ে আমি জানতাম না
বিষয়টি আমি দেখছি।
আত্রাই উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম বলেন, এগুলো জায়গা রেল কর্তৃপক্ষ কিভাবে লিজ প্রদান করে বিষয়টি আমার জানা নেই। তবে যদি কেউ রাস্তার সাথে এভাবে অবৈধ স্থাপনা তৈরি করে তবে সেটা অবশ্যই আইন বিরোধী।#
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |