আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৪৬
এস, এম, মনির হোসেন জীবন- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৪৪ গ্রাম ওজনের মোট ৯ পিস সোনার বার সহ এক নারী যাত্রীকে গ্রেফতার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ।
গ্রেফতারকৃতের নাম মোর্শেদা বেগম (৫২)। পটুয়াখালী জেলার বাউফল থানার ইন্দাকুল গ্রামের মো, সিরাজ উদ্দিনের স্ত্রী। বর্তমানে সে ঢাকার যাত্রাবাড়ী থাকতো।
আজ কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ- পরিচালক আহমেদুর রেজা চৌধুরী এসব তথ্য জানান।
আহমেদুর রেজা চৌধুরী জানান, আজ শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-১৪৮) নম্বরের উড়োজাহাজটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে শাহজালালে এসে অবতরণ করে। তখন গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তা খবর পায় যে, ওই বিমানের ভেতরে স্বর্ণ সোনাচোরালান হবে। এমন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তা বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্হান নিয়ে কঠোরনজরধারী চালায়। এক পর্যায়ে ওই বিমানের যাত্রীরা বেলা সাড়ে ১১ টার দিকে বের হবার সময় মোর্শেদা বেগম নামে এক নারী যাত্রীর গতিবিধি ও চলাচল লক্ষ্য করে গোয়েন্দাদের সন্দেহ হয়। এরপর যাত্রী বিমানবন্দরের অভ্যন্তরীণ এলাকা ত্যাগ করার প্রাক্কালে তাকে আটক করে ব্যাগেজ কাউন্টারে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত সকল সংস্হার উপস্হিতে একজন মহিলা অফিসার ধারা তল্লাশী করে তার কাছ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্হায় মোট ৯ পিস সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৬. ৫৯ গ্রাম করে। যার মোট ওজন হলো ১কেজি ৪৪ গ্রাম। জব্দকৃত সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৩ লাখ ৮ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এ কর্মকর্তা আরো জানান, প্রাথমিক জিঙ্ঘাসাবাদ গ্রেফতারকমত নারী যাত্রী সোনার আনার কথা স্বীকার করেছেন। পেশায় সে একজন ক্যারিয়ার বলে জানা গেছে। তার বিরুদ্ধে কাস্টমস এ্যাক্ট, বিশেষ ক্ষমতা আইন ও ফৌজদারি আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |