আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:০৮
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বিএনপি-জামাত কর্তৃক প্রাণনাশের হুমকির প্রতিবাদে টাঙ্গাইলের সখিপুরে উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুন) বেলা ১১টায় ছাত্রলীগ ১২ টায় উপজেলা আওয়ামী যুবলীগ এবং বিকেল ৪টায় উপজেলা আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
বিক্ষোভ মিছিল সখিপুর পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তার ফোয়ারা চত্বরে এসে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা যুবলীগ সমাবেশে করে বিএনপি-জামায়াতের হত্যা হুমকি এর প্রতিবাদ করে দেশে নৈরাজ্যে সৃষ্টির পাঁয়তারা করায় হুঁশিয়ারী জানান দেন।
উপস্থিত নেতৃবৃন্দ এসময় দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে, শান্তি ও সমৃদ্ধির স্বার্থে এবং জামাত-বিএনপি’র নৈরাজ্য রোখতে নেতৃবৃন্দদের প্রতি পরামর্শ দেন এবং জামাত-বিএনপি’র এরুপ নেক্কারজনক কাজের সমালোচনা করে হুঁশিয়ার করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, আ’লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরীফ পান্না, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, জাহাঙ্গীর তারেক,পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আহমদ আলী মিয়া, উপজেলা মহিলা আ’লীগ সভাপতি মুসলিমা খাতুন,উপজেলা আ’লীগ সাবেক সদস্য শিবলী সাদিক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান, যুবলীগ আহবায়ক এম এ সবুর, যুগ্ম আহ্বায়ক আলমাস আজাদ, সজিব আহমেদসহ উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ,যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |