আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:১৫
বিডি দিনকাল ডেস্ক:- ঢাকা জেলাধীন ধামরাই পৌরসভা বিএনপির সভাপতি ও তিনবারের নির্বাচিত পৌর মেয়র নাজিউর রহমান মঞ্জুকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দুদকের মিথ্যা মামলায় ৪ বছর সাজা দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ভোটার বিহীন সরকার দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে ক্রমান্বয়ে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, অবিরাম গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদেরকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরী করে মামলা দায়ের করা হচ্ছে। অবৈধ সরকার নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিরোধী রাজনৈতিক নেতাদের দমন-পীড়নকে হাতিয়ার হিসেবে নিয়েছে। তারই অংশ হিসেবে ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় বিএনপি’র ঢাকা জেলার ধামরাই পৌরসভা বিএনপির সভাপতি ও তিনবারের নির্বাচিত পৌর মেয়র নাজিউর রহমান মঞ্জুর দুদকের মিথ্যা মামলায় ৪ বছর সাজা দেয়া হয়। একজন জনপ্রিয় জনপ্রতিনিধিকে এভাবে কারাদন্ড দেয়া স্পস্টই সরকারের প্রতিহিংসারই অংশ। দুদক একদিকে আওয়ামী লীগ নেতাদের মুক্তি দিচ্ছে এবং অন্যদিকে বিরোধী রাজনৈতিক নেতাদের মিথ্যা মামলায় সাজা দিচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকারের সকল অপকর্ম ও দু:শাসন রুখে দিতে জনগণ এখন ঐক্যবদ্ধ।
বিএনপি মহাসচিব অবিলম্বে ঢাকা জেলাধীন ধামরাই পৌরসভা বিএনপির সভাপতি ও তিনবারের নির্বাচিত পৌর মেয়র নাজিউর রহমান মঞ্জু এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।STATEMENT OF BNP SECRETARY GENERAL-05-06-2022
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |