আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:১৪
শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের ছাব্বিশপাড়া গ্রামের অসহায় একটি পরিবারের পৈত্রিক সম্পত্তি বাড়ি ঘর কতিপয় প্রভাবশালীরা জবর দখলেল চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় জাজিরা থানায় লিখিত একটি অভিযোগ করা হয়েছে। পুলিশ বলছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ছাব্বিশ পাড়া গ্রামের ভুক্তভোগী আমিরজান বেগম জানান, জাজিরা উপজেলার ছাব্বিশ পাড়া গ্রামের অসহায় আঃ লতিফ বেপারী ও তার মৃত ভাই আমজাদ হোসেন বেপারীর পৈত্রিক বাড়ি (যা ১৭ নং পূর্ব ছাব্বিশ পাড়া মৌজার ২০৭ নং খতিয়ানের ৫৩ নং দাগে ৩৫ শতাংশ ১১৫ দাগে ৯ শতাংশ, ১২৩ দাগে ৯ শতাংশ, ১২৪ দাগে ৩৮ শতাংশ, ২০০ দাগে ১৫ শতাংশ, মোট ১০৬.০০ শতাংশ জমি ১৯৪৬ সাল) ও তারপূর্বে থেকে রেকর্ডীয় মালিক হিসেবে ভোগ দখল করে আসছেন। স্থানীয় প্রতিবেশী প্রভাবশালী আবুল বেপারী, বাবুল বেপারী, দেলোয়ার বেপারী (গ্রাম পুলিশ), আনোয়ার বেপারী, বিল্লাল বেপারী, রমজান বেপারী, সজিব বেপারী, দুলাল হাওলাদার, আলাল হাওলাদার জমি থেকে জোর পূর্বক ৪০ শতাংশ বাড়ি থেকে জোর পূর্বক গাছ বাঁশ কেটে নিয়ে যায়। প্রভাবশালীরা বাড়ির মাঝ খানে মাটি কেটে ড্রেন তৈরী করে বাড়ির লোকজনদেরকে বাড়িতে ঢুকতে বাধার সৃষ্টি করে। তারা কয়েকটি ঘর দখল করার চেষ্টা করে। ফলে বাড়ির লোকাজন জিম্মি হয়ে পড়ে। বাড়ির মালিক আ. লতিফ বেপারী ও তার বড় ভাইয়ের স্ত্রী আমিরজান বাধা দিলে তাদেরকে লাঠিসোটাও ধারালো অস্ত্র নিয়ে গালিগালাজ করে। তারা বাড়ির মালিখককে জীবননাশেরও হুমকি দেয়। প্রাণভয়ে বাড়ির লোকজন পালিয়ে বেড়ায়। উপায়ান্ত না পেয়ে, গত বুধবার রাতে জাজিরা থানায় ৯ জনকে আসামী করে আ. লতিফ বেপারী একটি লিখিত অভিযোগ দাখিল করে। বৃহস্পতিবার সকালে জাজিরা থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সাদা পোশাকে ঘটনাস্থলে গিয়ে জবর দখলের প্রমাণ পায়। পুলিশ দুপক্ষকে মীমাংসা করার উদ্যোগও নেয়। এদিকে অসহায় পরিবারটি প্রভাবশালীদের ভয়ে-আতঙ্গে দিন পার করছে। তিনি আইন শৃংখলা বাহিনীসহ প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার দাবী করছেন।
এব্যাপারে ভুক্তভোগী আ. লতিফ বেপারী বলেন, প্রভাবশালী আবুল বেপারী, বাবুল বেপারী, দেলোয়ার বেপারী (গ্রাম পুলিশ) গং এর প্রভাব খাটিয়ে আমাদের পৈত্রিক ও খরিদ করা সম্পত্তি বাড়ি ঘর জবর দখলের চেষ্টা করছে। তারা আমাদের বাড়ির মাঝখানে বাশ দিয়ে বেড়া ও মাটি কেটে ড্রেন তৈরী করে আমাদেরকে জিম্মি করেছে। আমরা বাধা দিলে আমাদেরকে গালিগালাজ করে ও জীবননাশের হুমকি দেয়। আমি থানায় অভিযোগ করেছি। আমি এর সুষ্ঠ বিচার চাই।
এব্যাপারে গ্রাম পুলিশ দেলোয়ার বেপারী বলেন, আমরা আমাদের বাঁশ কেটে বেড়া দিয়েছি। ড্রেন কেটে আমাদের জায়গা দখলে নেয়ার চেষ্টা করেছি। পুলিশ আসার পরে বলেছি বাঁশের বেড়া সরিয়ে নিব। ড্রেন বন্ধ করে দিয়ে সালিসে বসবো।
এব্যাপারে জাজিরা থানার এস আই রফিকুল ইসলাম বলেন, অমরা বিষটি তদন্ত করতে এসেছিলাম। উভয় পক্ষকে থানায় কাগজ নিয়ে মীমাংসার জন্য ডেকেছি।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |