আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫৬
এস, এম, মনির হোসেন জীবন- রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারী পরিচালক পরিচয় দেওয়া ভুয়া সদস্য এক প্রতারককে গ্রেফতার করেছে এনএসআই ও পুলিশ।
আজ মোহাম্মদপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পান্নু এসব তথ্য স্বীকার করে জানান, গ্রেফতারকৃতের নাম মো. রুবেল ইসলাম (২৮)। সে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার বানিয়াপাড়া গ্রামের তসলিম উদ্দিনের পুত্র বলে জানা গেছে। পরে তাকে মোহাম্মদপুর থানায় সোর্পদ করা হয়। এসময় তার কাছ থেকে এনএসআইয়ের একটি জাল পরিচয়পত্র ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ ও এনএসআই সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান কেন্দ্রীয় মসজিদের সামনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলছিল। এ সময় ওই এলাকায় মোহাম্মদপুর থানার দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল ওই ভুয়া এনএসআই। তার গলায় এনএসআইয়ের ভুয়া কার্ড ঝুলানো ছিল। ওই আইডি কার্ড নিয়ে ঘোরাঘুরির সময় সেখানে দায়িত্ব পালনকারী এনএসআই কর্মকর্তাদের সন্দেহ হয়। এসময় মিথ্যা তথ্য দিয়ে পুলিশ সদস্যদের বিভ্রান্ত করেন ওই যুবক। তিনি ঢাকা উদ্যানের বি-ব্লকের ৩ নম্বর রোডের ৬ নম্বর বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতো।
গোয়েন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত প্রতারক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রধানমন্ত্রীর সাবেক এপিএস সাইফুজ্জামান শেখরসহ প্রভাবশালীদের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একাধিক প্রতারণার কথা স্বীকার করেছেন।
এদিকে, আজ ট্রাফিক মোহাম্মদপুর জোনের এটিএসআই মো. আহসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে ভুয়া এনএসআই সদস্য পরিচয় দেওয়ার কথা স্বীকার করেছেন রুবেল। তিনি পুলিশকে জানিয়েছেন, নীলক্ষেতের একটি কম্পিউটারের দোকান থেকে এনএসআইয়ের ভুয়া কার্ড তৈরি করে বিভিন্ন লোকের সাথে প্রতারণা করে আসছিল। রুবেল নির্দিষ্ট কোনো পেশা নেই। তার ব্যাপারে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |