আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৭
বিডি দিনকাল ডেস্ক:- সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে শামীম ইস্কান্দারের দুর্নীতি মামলা বিচারিক আদালতে চলতে বাধা নেই বলে জানান আইনজীবীরা। রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। আদালতে ওইদিন শামীম ইস্কান্দারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী একেএম ফজলুল হক।
গত রোববার এ বিষয়ে শুনানি শেষ করা হয়। এরপর আদেশের জন্য ১২ই জুন দিন ঠিক করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একই বেঞ্চ। ২০০৮ সালে সম্পদের তথ্য গোপনের অভিযোগে রমনা থানায় মামলা করে দুদক। এই মামলায় জামিনে আছেন শামীম ইস্কান্দার। পরবর্তীতে ২০১৬ সালে মামলাটি বাতিল চেয়ে আবেদন করেন শামীম ইস্কান্দার। তবে সে আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।
সেই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |