আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:২৮
আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে মহানবী (স.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আত্রাই উপজেলা ইমাম উলামা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজ মাঠে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি আলহাজ মাওলানা আমিনুল ইসলামের সভাপেিত্ব অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা মুজাহিদ খান, জাতীয় ইমাম সমিতি আত্রাই উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুস ছালাম, ক্বারী আমিনুল ইসলাম, মাওলানা রিজওয়ানুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল জলিল, মাওলানা আখতারুজ্জামান প্রমুখ। সভায় বক্তাগণ ভারতে বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা ও দলটির দায়িত্বশীল নেতা নবিন কুমার জিন্দাল সম্প্রতি মহানবী (স.) কে নিয়ে কটুক্তি করেছেন এর জন্য তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |