- প্রচ্ছদ
-
- বাংলাদেশ
- কুড়িগ্রামে বন্যা কবলিত পরিবারের মাঝে ২২ বিজিবি কর্তৃক ত্রাণ বিতরণ
কুড়িগ্রামে বন্যা কবলিত পরিবারের মাঝে ২২ বিজিবি কর্তৃক ত্রাণ বিতরণ
প্রকাশ: ১৯ জুন, ২০২২ ৭:৫৪ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি # দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে কুড়িগ্রাম জেলার নদী উপকূলীয় এলাকা প্লাবিত হওয়ায় বিভিন্ন বন্যা কবলিত এলাকায় গরিব-দুঃখীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের পরিকল্পনা করেছে ২২ বিজিব কুড়িগ্রাম ব্যাটালিয়ন ।
পরিকল্পনা অনুযায়ী, কুড়িগ্রাম সদরের ধরলা নদীর তীরে প্লাবিত হওয়া ১ ও ২ নম্বর ওয়ার্ডের একতা পাড়া এলাকার বন্যা দুর্গতদের মধ্যে ১ম দফায় মোট ৫০টি পরিবারকে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ জুন কুড়িগ্রাম সদর উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণকালে কুড়িগ্রাম ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আরিফুজ্জামান, ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট এডি মোঃ ইউনুস আলী, বিজিবির অন্যান্য পদমর্যাদার সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
20 20