আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৩৩
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় চালককে খুন করে নদীর পাড়ে ফেলে দিয়ে ইজিবাইক নিয়ে পালানোর সময় ৩ ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
নিহত চালক বেলাল মিয়া (৩০) রংপুর জেলার পীরগঞ্জ থানার কাদিরাবাদ এলাকার সেকান্দার আলীর ছেলে।
তিনি ফতুল্লার মুসলিমনগর এলাকার শাহী মসজিদের পাশে হালিম মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকায় ওই হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সরকার জানান, রোববার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে একদল ছিনতাইকারী চালক বেলালকে ছুরিকাঘাত করে হত্যা করে লাশ বুড়িগঙ্গা নদীর তীরে ফেলে দেয়।
এরপর ইজিবাইক নিয়ে পালানোর সময় বেলালের এক বন্ধু তা দেখে তিন জনকে আটক করে। তখন বেলালের বিষয় জানতে চাইলে আটক তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে।
এসময় তার ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ছিনতাইকারীদের আটক করে পিটুনি দিলে তারা নদীর তীরে নিয়ে পরে থাকা বেলালের মৃতদেহ দেখিয়ে দেয়।
এরপর থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের নাম পরিচয় এখনো শনাক্ত করা হয়নি। বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |