আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৩
ড।আসাদুজ্জামান রিপন:- রিটায়ার্ড মেজরকে গুলি করে আবার গলায় পারা দিয়ে মৃত্যু নিশ্চিত করেছে এর আগে। গতকাল রাতে নৌ বাহিনীর এক লেফটেন্যান্ট কে( সেনাবাহিনীর ক্যাপ্টেন সমতুল্য) প্রকাশ্য রাস্তায় মেরে স্ত্রী’র সামনেই দাঁত ফেলে দিলো। তার স্ত্রীও হামলা থেকে রেহাই পাননি!
সরকারী কর্মকর্তা, প্রকৌশলী, ডাক্তার… কেই-বা ছাড় পাচ্ছে এই ক্ষমতার আশ্রয়ে বেড়ে ওঠা দানবগুলোর হাত থেকে?
প্রায় ৫ দশক আগের লক্ষ্মণগুলো আবারও ফিরে এসেছে। সবক্ষেত্রে ওদের দোর্দন্ড বেপরোয়াপানায় সমাজে নাভিশ্বাস শুরু হয়েছে অনেকদিন ধরেই।
দেশে এখন যা হচ্ছে- তা কি করোনার মত ঘুরেফিরে আসার অথবা টিকা না আসা পর্যন্ত করোনা’র মধ্যে টিকে থাকার ‘নিউ নরম্যাল’ অবস্থা?
অর্থাৎ ক্ষমতাবান দানবদের হাতে মৃত্যু কিংবা ওদের কাছে অপদস্ত হয়েই বেঁচে থাকতে হবে?
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এদের পেছনে আছে নাকি বিশেষ শক্তি!
সেকারণেই কি জনগনের ম্যান্ডেট ছাড়াই মেরেকেটে থাকতে পারছে? আর সেকারণেই কেউ টুঁশব্দ টি পর্যন্ত করছেনা?
করোনা’র না হয় আজ অথবা কাল ভ্যাকসিন/ টিকা আবিষ্কার হয়ে যাবে। আমরা একসময় মাস্ক খুলে আবার নির্মল বায়ু থেকে হয়তো শ্বাস নিতে পারবো। ভয় পালাবে এবং আমরা আগের মতই কোলাকুলি করবো, হাত মিলিয়ে করমর্দন করবো সবার সাথে।
কিন্তু সমাজে যে দানবেরা দাপিয়ে বেড়াচ্ছে আর আমাদের শ্বাস ফেলতে দিচ্ছে না- ওদের হাত থেকে বাঁচতে কি কোন ভ্যাকসিন আবিষ্কার করা যায় ?
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |