আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৫
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রে একটি লরি থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এরা সবাই অভিবাসী। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের একটি লরি থেকে এসব মানুষকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।লরি থেকে উদ্ধার হওয়া আরও অন্তত ১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে টেক্সাসের সান আন্তোনিও শহরটি।ওই অঞ্চলে এখন তীব্র তাপদাহ চলছে। সোমবারও সেখানে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।ওই ট্রাকটির চালককে খুঁজে পাওয়া যায়নি। তাকে পুলিশ খুঁজছে বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে। কীভাবে এত মানুষের মৃত্যু হল, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। মৃতদের জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলে এবরার্দ বিবিসিকে বলেছেন, ঘটনাস্থলে প্রতিনিধি পাঠিয়েছেন তারা।নগরীটিতে এখন প্রচণ্ড গরম আবহাওয়া বিরাচ করছে। সোমবার সেখানে তাপমাত্রা দাঁড়ায় ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস।এই মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিকে দায়ী করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট।রিপাবলিকান পার্টির এই নেতা বলেছেন, সীমান্ত উন্মুক্ত রাখার যে নীতি নিয়ে বাইডেন চলছেন, তারই ফল এই মৃত্যু।
>
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |