বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, থানার ওসি এসএম জাহিদ ইকবাল ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দিন।কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, সামাজিক-রাজনৈতিক নেতা, জন প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা অংশ নেন।
অতিথিরা ছাড়াও বক্তব্য দেন, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আব্দল হামিদ, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সাবেক সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।কর্মশালার বিভিন্ন বিষয় ব্যাখ্যা করে বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক সৌমিক রায়। পরে বিভিন্ন গ্রুপে বিভক্ত অংশগ্রহণকারিরা তাদের লিখিত সুপারিশমালা জমা দেন।