- প্রচ্ছদ
-
- ঢাকা
- শরীয়তপুর জেলাসহ সকল উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত
শরীয়তপুর জেলাসহ সকল উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত
প্রকাশ: ২৮ জুন, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি:-শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ ও জেলার অন্তর্গত সকল উপজেলা ও পৌরসভা কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার (২৮ জুন) বিকালে সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ সাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই পত্রে জানা গেছে, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ ও জেলার অন্তর্গত সকল উপজেলা ও পৌরসভা কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনা মোতাবেক ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পাশাপাশি নতুন কমিটি গঠনের লক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহবান করা হয়।
Please follow and like us:
20 20