আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৫০
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় চাঞ্চল্যকর শিক্ষক উৎপল খুনের ঘটনায় মূল অভিযুক্ত শিক্ষার্থীর বাবা উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার (২৯ জুন) রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক।
পুলিশ জানায়, আশুলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিতুর বাবা উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়। তিনি তার ভাড়াটিয়ার গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিলেন। তাকে আশুলিয়া থানায় আনা হয়েছে।আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, চিত্রশাইল এলাকার উজ্জ্বলের বাড়ির এক ভাড়াটিয়ার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তার বাড়িতে আত্মগোপনে ছিলেন উজ্জ্বল। তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়ে বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার পর থেকে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। অভিযুক্ত শিক্ষার্থী এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে দেশের বিভিন্ন প্রান্তে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে সাভার সরকারি কলেজের পক্ষথেকে আজ ২৯ জুন সকাল ১১.০০টায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হবে। প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে আবশ্যিকভাবে সকল শিক্ষককে উপস্থিত থাকার জন্য একান্ত অনুরোধ করা হয়েছে। সাথে মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থীদেরকেও উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন অধ্যক্ষ । সাভারের আশুলিয়ায় অবস্থিত হাজী ইউনূস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক, আইন-শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, রাস্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব উৎপল কুমার সরকারকে সে কলেজেরই এক কুলাঙ্গার ছাত্র কর্তৃক আক্রান্ত হয়ে নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইমরুল হাসান।
প্রসঙ্গত, শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপলকে স্ট্যাম্প দিয়ে আঘাত করেন তারই এক শিক্ষার্থী। পরে শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই বাদী হয়ে মামলা করেন। এরপর থেকেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |