আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৪৩
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ:- ফেনসিডিলসহ র্যাব-৬’র হাতে আটক হয়েছেন হাফিজুর রহমান চঞ্চল নামে এক যুবক। মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। হাফিজুর রহমান চঞ্চল সদর উপজেলার চুটলিয়া গ্রামের তোফাজ্জেল হোসেন বিশ্বাসের ছেলে ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক নেতা বলে জানা গেছে। ঝিনাইদহ র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চঞ্চল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের তেতুলতলা বাজার এলাকায় র্যাব তল্লাসী চৌকি বসায়। রাতে মটরসাইকেল নিয়ে চঞ্চল সেখানে উপস্থিত হলে র্যাব-৬ তাকে আটক করে। তার দেহ তল্লাসী করে ফেনসিডিল উদ্ধার করা হয়। বুধবার ঝিনাইদহ সদর থানায় তার নামে মাদক আইনে একটি মামলা হয়েছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |