আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪৬
নিজস্ব প্রতিবেদক- কসাইয়ের ছদ্মবেশের পর এবার ভিক্ষুক বা সাহায্যপ্রার্থী সেজে অভিনব কৌশলে ছিনতাইয়ের পরিকল্পনার সাথে জড়িত থাকার দায়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। শনিবার তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আবু তাহের, মোঃ আনিস, রাকিব হোসেন, মোঃ দুলাল খান, মোঃ আব্দুস সাত্তার ও মোঃ রাকিব। এসময় তাদের নিকট থেকে ৫টি ছুরি ও ২টি ব্লেড উদ্ধার করা হয়। আজ রোববার রাতে ডিএমপির উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ বলছে, শুক্রবার দিবাগত রাত পৌনে ১১ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিএনএস টাওয়ারের দক্ষিণ পাশে ফাঁকা প্লটের নির্জন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা সবাই পেশাদার ছিনতাইকারী এবং প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ওসি মোহাম্মদ মহসীন জানান, শুক্রবার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিএনএস টাওয়ারের দক্ষিণ পাশে ফাঁকা প্লটের নির্জন স্থানে বেশ কিছু লোক নিজেদের মধ্যে কী যেন বলাবলি করছে। পুলিশ তাদের ডেকে এই রাতে এখানে সমবেত হওয়ার কারণ জিজ্ঞাসা করলে তারা বলে কসাইয়ের কাজ করার জন্য এসেছে। তখন তাদের শরীর তল্লাশি করে পুলিশ ৫টি ছুরি ও ২টি ব্লেড উদ্ধার করে। কসাইয়ের কাজে ব্লেডের কী প্রয়োজন? পুলিশের এমন প্রশ্নে অসংগতিপূর্ণ কথাবার্তা বলে। এক পর্যায়ে তাদের জড়ো হওয়ার আসল পরিকল্পনার কথা তারা স্বীকার করে। এদিকে, উত্তরা পশ্চিম থানা পুলিশ জানান, এরপর ‘আমি ঢাকায় এসে ব্যাগ হারিয়ে ফেলেছি। বাড়ি যাওয়ার টাকা নেই। কিছু আর্থিক সহযোগিতা করেন। এ ধরনের কথা বলে ভিক্ষা চায়। এসব কথা বলতে বলতে যখন জায়গাটা আরেকটু নির্জন হয়, তখনই পাশ থেকে অন্য সহযোগীরা চলে আসে এবং ছোরার ভয় দেখিয়ে সব ছিনিয়ে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বরাত দিয়ে ওসি আরও জানান, তারা রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ডে অবস্থান করে। তাদের টার্গেট দূরপাল্লার যাত্রীরা। বিশেষত মহিলা, বয়স্ক লোক, সহজ-সরল প্রকৃতির মানুষ দেখলে এই ছিনতাইকারীদের একজন প্রথমে কিছুটা নির্জন স্থানে সালাম দিয়ে থামায়। এছাড়া এ চক্রের সদস্যরা আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে কসাইয়ের কাজের আড়ালে ঈদে ঘর মূখি মানুষের আটক করে ডাকাতির পরিকল্পনা করছিলো। এমনকি তারা গ্রেফতার এড়াতে নিজেদের মলমূত্র মেখে নোংরা পরিবেশ সৃষ্টি করে। পুলিশের এ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত মোঃ আবু তাহেরের নামে উত্তরা পশ্চিম থানায় ও মোঃ আনিসের নামে বিমানবন্দর থানায় আরো একটি করে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |