আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:০৪
এস.এম.মনির হোসেন জীবন- রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ী মোঃ আব্দুল খালেককে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। এঘটনায় অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মহিউদ্দিন আহম্মেদ ওরফে আবীর, মোঃ বরকত জমাদ্দার ও মোঃ সাইফুল ইসলাম। মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় উত্তরা পশ্চিম থানার লুবানা হাসপাতালের নিচ তলায় ঝটিকা অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ী মোঃ আব্দুল খালেককে উদ্ধার করা হয়। আজ বুধবার গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু এসব তথ্য জানান। গোয়েন্দা পুলিশের কর্মকর্তা বদরুজ্জামান জিল্লু জানান, গাজীপুরের ব্যবসায়ী মোঃ আব্দুল খালেক ব্যবসার কাজে গত রোববার (১৭ জুলাই) রাজধানীর উত্তরাতে আসেন। উত্তরা পশ্চিম থানার বাংলাদেশ আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতাল (বাংলাদেশ মেডিকেল)’র সামনে থেকে কতিপয় লোক মোঃ আব্দুল খালেককে অপহরণ করে। পরবর্তীতে ভিকটিমের স্ত্রীর মোবাইলে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করলে বিকাশের মাধ্যমে দাবিকৃত টাকা পরিশোধ করা হয়। টাকা পাওয়ার পরও ভিকটিমকে ছেড়ে না দিয়ে আরও ৫০ হাজার টাকা দাবি করে। এঘটনায় ভিকটিমের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তভার গ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, অপহরণকারীদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করার সময় তথ্য আসে উত্তরা পশ্চিম থানার লুবানা হাসপাতালের নিচ তলায় অপহরণকারী চক্র ভিকটিমকে আটকে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (১৯ জুলাই) দিবাগত রাত ৩ টায় লুবানা হাসপাতালের নিচ তলায় ঝটিকা অভিযান চালিয়ে হাত-পা বাধাঁ অবস্থায় অপহৃত ভিকটিম ব্যবসায়ী মোঃ আব্দুল খালেককে উদ্ধার করা হয়। এঘটনার সাথে জড়িত থাকার দায়ে মহিউদ্দিন, বরকত জমাদ্দার ও সাইফুলসহ তিন জনকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা জোনাল টিম। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা ভিকটিমকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। জানা গেছে, গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলমের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহানের তত্ত্বাবধানে উত্তরা জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু এই অভিযানে নেতৃত্ব দেন। এদিকে, আজ বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, মহাসীন গ্রেফতার ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, এ পুরো ঘটনাটি ডিবি পুলিশ তদন্ত করছেন। গ্রেফতারকৃত আসামীরা ডিবি হেফাজতে ছিল এবং তারাই আসামীদেরকে আদালতে পাঠিয়েছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |