আজ সোমবার | ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৩ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১২:৪৮
যোবায়ের হোসাইনঃ আগামী ২৫ জুলাই ঢাকা মহানগর উত্তর দক্ষিনখান থানা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনকে কেন্দ্র করে দক্ষিনখান থানা ও ওয়ার্ড নেতা কর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ, উৎসাহ ও আশা- প্রত্যাশা। কর্মীরা তাদের পছন্দের নেতাদের প্রচারনায় ব্যস্ত। নেতারাও ব্যস্ত আয়োজন সফল করার লক্ষ নিয়ে। শুক্রবার দক্ষিনখানের ৪৭ নং ওয়ার্ড ঘুড়ে দেখা যায় এমন উৎসব আয়োজনের প্রস্তুতি। কথা হয় প্রচারনায় ব্যস্ত কর্মীদের সাথে, তারা তাদের প্রিয় নেতা ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী সৈয়দ আহমেদ এর ব্যানার ও ফ্যাস্টুন নিয়ে ওয়ার্ড ব্যাপি ঘুড়ে বেড়াচ্ছেন, এ যেন মহা -আনন্দ বিরাজ করছে দক্ষিনখানের ৪৭ নং ওয়ার্ডে। কথা হয় এলাকার স্থানীয় প্রবীণ ব্যক্তিদের সাথে, তারা জানান, সৈয়দ আহমেদ রাজনীতিতে একজন দক্ষ ও যোগ্য ব্যক্তি। আওয়ামীলীগ রাজনীতিতে ত্যাগ স্বীকারকারি নির্যাতিত একজন নেতা। ওয়ার্ড সাধারন সম্পাদক পদে যদি তিনি দাঁড়িয়ে থাকেন, তাহলে সেটি তার প্রাপ্য। যোগ্যতার ভিত্তিতেই তিনি দাঁড়িয়েছেন।
৪৭ নং ওয়ার্ডের জনপ্রিয় এই নেতার বিষযে খোঁজ নিয়ে জানা যায়, তিনি বর্তমান দক্ষিনখান ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং দীর্ঘ দিন যুবলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। ৪৭ নং ওয়ার্ডের চালাবন্দ এলাকার স্থানীয় নেতা কর্মীরা প্রতিবেদককে জানান, সৈয়দ আহমেদকে আমরা একজন ত্যাগী ও সাহসী ব্যক্তি হিসেবে চিনি। তিন প্রতিটি সংসদ ও সিটি কর্পোরেশন নির্বাচনে চালাবন্দ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়কের দায়িত্ব সাহসিকতার সহিত রাত জেগে পালন করেছেন। ৪৭ নং ওয়ার্ড ঘুড়ে আরো জানা যায়, করোনা ভাইরাস মহামারির সময় ত্রান বিতরন কমিটির একজন কার্যকরি সদস্য ছিলেন। তিনি এলাকার প্রতিটি ঘরে সাধ্য অনুযায়ী ত্রান বিতরন করেছিলেন। এজন্য এলাকার মানুষ তার প্রতি বরবার কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দক্ষিনখান ৪৭ নং ওয়ার্ড এলাকার জনপ্রিয় এই নেতার সাথে কথা হলে তিনি প্রতিবেদককে বলেন, ৩২ বছর ধরে রাজনীতি করছি। ছাত্রলীগ দিয়ে শুরু করেছি, যুবলীগ করেছি দীর্ঘ দিন। যুবলীগ থেকে নেতাদের ডাকে আওয়ামীলীগে এসে অনেক দায়িত্ব পালন করেছি। নেতারা বিশ্বাসের কারনে আামকে প্রতিটি সংসদ ও সিটি কর্পোরেশন নির্বাচনে চালাবন্দ নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন। এক এগারোর সময়ে জীবনের ঝুঁকি নিয়ে ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিন পালন করেছি। বিএনপির আমলে একাধিক মিথ্যা মামলার আসামী হয়েছি। তাদের অত্যচার আমার বাড়ি পর্যন্ত চলেছে, কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে যাইনি। তিনি আরো জানান, ১/১১ সময়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে প্রতিটি আন্দোলন, মিছিল ও প্রতিবাদ সভায় অংশ গ্রহন করেছি। কখনো মনের ভয় কাজ করেনি। তিনি আরো বলেন, রাজনীতি জীবনে সবসময় সংগঠনকে কর্মী বান্ধব হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। সব ধরনের দুর্নীতি ও সংগঠন শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড থেকে নিজে যেমন দূরে ছিলাম কর্মীদেরকেও একই পথে হাটার উপদেশ দিয়েছি। তাই দীর্ঘ ৩২ বছরেও আমার বিরুদ্ধে কেউ কোন অভিযোগ করতে পারেনি। আমি আশা করি, যোগ্যতার ভিত্তিতে দল যদি কাউকে সম্মানিত করে, তাহলে আমাকে করবে।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |