আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১:০০
বিডি দিনকাল ডেস্ক : ঢাকা মহানগর উত্তর দক্ষিণখান থানাধীন ৪৭ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক আহবায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন গতরাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, ডাকসু’র সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জনাব আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক।
আজ এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শের একনিষ্ঠ অনুসারী এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম ইকবাল হোসেন বিএনপি’র একজন বলিষ্ঠ নেতা হিসেবে দলের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পূণরুদ্ধারের আন্দোলন সংগ্রামে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে ঢাকা মহানগর উত্তরের দক্ষিণখান থানাধীন ৪৭ নং ওয়ার্ড বিএনপি একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারালো। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীন এর দরবারে দোয়া করি-তিনি যেন মরহুম ইকবাল হোসেনকে বেহেস্ত নসীব ও শোকে ¤্রয়িমান পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
নেতৃদ্বয় শোকবার্তায় ইকবাল হোসেন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |