আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০০
‘বিডি দিনকাল’ চট্টগ্রাম অফিস : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগ’র সভাপতি মাঈনুর ইসলাম রানা নাসির উদ্দির নামে এক আওয়ামীলীগ নেতাকে বিবস্ত্র নেংটা) করে পিটিয়েছে বলে অখিযোগ পাওয়া গেছে। ঘটনায় বিলম্ভ হলে ভুক্তভোগী আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার বিবরণে জানা গেছে-মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাঈনুর ইসলাম রানার সাথে উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ নাসিমর উদ্দিনের দীর্ঘ বেশ কয়েকদিন যাবত রাজনৈতিক ভাবে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলে আসছিলো। ঘটনার বিবরণে একাধিক মাধ্যম থেকে জানা গেছে, রাজনৈতিক পূর্ব মতোবিরধের এক পর্যায়ে ঘটনার দিন গত মঙ্গলবার উক্ত উপজেলা যুবলীগের সভাপতি মাঈনুর ইসলাম রানা তার কয়েকজন সাঙ্গপাঙ্গ নিয়ে আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিনের ওপর হামলা চালায়। নাসির উদ্দিন জীবন বাঁচানোর তাগিদে দৌড়ে পালিয়ে যেতে চাইলে রানার নের্তৃত্বাধিন সন্ত্রাসীরা তাকে ধরে নিজস্ব একটি স’মিলে নিয়ে গিয়ে তার পরণের বস্ত্র খুলে নেংটা করে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে সেখানে তাকে ফেলে রেখে তারা চলে যাওয়ার পর তার আত্ম চিৎকারে স্থানীয় লোকজন উপস্থিত হয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করান। তিনি একটু সুস্থ্য হওয়ার পর বুধবার (২৭ জুলাই) রাতে থানায় ১১ নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাঈনুর ইসলাম রানাকে ১নম্বর আসামী করা হয়েছে। অপর আসামীরা হলো-ঈমাম হোসেন, শাখাওয়াত হোসেন, সাঈদ হোসেন, সাইফুল ইসলাম, মিনহাজ উদ্দিন, আবদুর রউফ, এমদাদ হোসেন আয়াচ, রাকিবুল ইসণাম, মেহেদী হাসান ও নুরের ছাপা। এ ছাড়া মামলায় আরো ৪/৫জনকে অজ্ঞাত নামা হিসেবে আসামী করা হয়েছে।আসামীরা সবাই আওয়ামী যুব লীগের নেতা-কর্মী বলে প্রাপ্ত সূত্র নিশ্চিত করেছে। মামলায় রাজনৈতিক কোনো কিছু উল্লেখ করা হয়নি। উল্লেখ করা হয়েছে-যুবলীগের সভাপতি মাঈনুর ইসলাম রানা আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন কে তাদের ওয়ারিশি সম্পতি তার কাছে বিক্রি করতে বললে তাতে সে অনিহা প্রকাশ করে। আর এতেই ঘটনার সূত্রপাত: বলে মামলায় উল্লেখ করা হলে ও প্রকৃত ঘটনা রাজনৈতিক বলে একাধিক জন জানান। বর্তমানে তিনি চিকিৎসাধিন রয়েছেন বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে। ঘটনায় নসির উদ্দিন নামক ১ ব্যাক্তি মাঈনুর উসলাম রানা সহ ১১জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের কথা স্বীকার করে থানার উপ-পরিদর্শক রাজিব পোদ্দার বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |